সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- এবার জঙ্গলের মধ্যে অবৈধ কয়লা মজুত রেখে পাচারের ঘটনা সামনে এল দুর্গাপুরে। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বেআইনি কয়লা সহ একটি বাইক। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুজনের নাম হেমন্ত বাউরী এবং আলেকশন টুডু। ধৃতরা যথাক্রমে কাঁকসার বিদবিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা।
জানা গেছে দুর্গাপুর থানার পারুলিয়া সংলগ্ন জঙ্গলের মধ্যে অবৈধ কয়লা মজুত করে রেখে সেই কয়লা বাইকে করে দুর্গাপুর মহকুমার বিভিন্ন প্রান্তে পাচার করা হচ্ছিল। শনিবার রাতেও বাইকে করে কয়লা এবং কয়লার গুঁড়ো পচার চলছিল। তখনই হাতে নাতে দুজনকে ধরে ফেলে দুর্গাপুর থানার কর্তব্যরত পুলিশ।
রবিবার ধৃততদের দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে এই কয়লা চক্রের মূল মাথার সন্ধান শুরু করছে পুলিশ।