eaibanglai
Homeএই বাংলায়বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চের বার্ষিক কলেজ ফেস্ট উদযাপন

বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চের বার্ষিক কলেজ ফেস্ট উদযাপন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– গত ২৩-২৫ নভেম্বর তিন দিন ধরে ধূমধাম করে পালিত হল বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চের বার্ষিক সামাজিক ও সাংস্কৃতিক উৎসব ‘ফার্মা গ্যাগল 2K23’। নাচ, গান, ফ্যাশন শো সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগীতা, প্রদর্শনী, প্রক্তনীদের পুনর্মিলন সহ নানা অনুষ্ঠানে ও কর্মসূচিতে ঠাসা ছিল এই বার্ষিক উদযাপন। যেখানে প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা অধ্যাপক সকলে অংশগ্রহন করেন ও উৎসবের আনন্দে মেতে ওঠেন।

গত ২৩ নভেম্বর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ‘ফার্মা গ্যাগল 2K23’ উৎসবের উদ্বোধন করেন বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চের অধ্যক্ষ ডক্টর মিঠুন ভৌমিক এবং অধ্যাপিকা ডক্টর প্রতিভা ভৌমিক। শুভ সূচনায় গাওয়া হয় সরস্বতী বন্দনা। তিনদিন ব্যাপী আয়োজিত ফেস্টের প্রথম দিন ছিল ফ্রেশারস ডে। এদিনের অন্যতম আকর্ষণ ছিল পড়ুয়াদের নিয়ে আয়োজিত মিস্টার অ্যান্ড মিস ফ্রেশার 2K23 প্রতিযোগিতা। যেখানে প্রতিযোগীদের ব্যক্তিত্ব, আচরণ, বুদ্ধিমত্তা ইত্যাদি নানাবিধ গুনবত্তা বিচার করা হয় ও জয়ী বেছে নেওয়া হয়। ফেস্টের দ্বিতীয় দিনে চলতি বছরের নানা ইভেন্টের (অ্যাকাডেমি থেকে শুরু করে সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং খেলাধুলা) জয়ীদের পুরস্কৃত করা হয়। তবে এদিনের অনুষ্ঠান সূচির মধ্যে মূল আকর্ষণ ছিল কলকাতার বিখ্যাত ব্যান্ড ‘ফকিরস’ এর সঙ্গীতানুষ্ঠান। যাদের সুরেলা সুফি-ফিউশন সঙ্গীত পরিবেশন সকলকে মুগ্ধ করে ও মাতিয়ে তোলে। তৃতীয় দিনে আয়োজন করা হয়েছিল প্রতিষ্ঠানের প্রক্তনীদের নিয়ে অনুষ্ঠান অ্যালামনাই মিট-২০২৩। যেখানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডক্টর মিঠুন ভৌমিক সকলকে স্বাগত জানান এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিতে ও ব্যক্তির মানসিক উন্নতিতে অ্যালামনাই মিটের তাৎপর্য ব্যাখা করেন। অন্যদিকে অ্যালামনাই মিটে প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মেলে। যেখানে ফার্মা পেশার বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত প্রক্তনীরা অংশ নিয়েছিলেন। এছাড়াও এদিন অধ্যক্ষ “MEMORYCOEPIA” শীর্ষক একটি পুস্তিকার উদ্বোধন করেন। যেটি চতুর্থ বর্ষের ছাত্রদের প্লেসমেন্টে সাহায্য করবে।

এককথায় বলতে গেলে বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চের তিন দিন ধরে চলা জাঁকজমকপূর্ণ বার্ষিক অনুষ্ঠান উদযাপন রীতিমতো উৎসবের রূপ নিয়েছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments