নিদস্ব সংবাদদাতাঃ- সোমবার বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে পড়ুয়াদের বিক্ষোভোর জেরে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের ফুলঝোর এলাকার এক বেসরকারি ইঞ্জিয়ারিং কলেজেয়। এদিন কলেজের গেটে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে ২০২৩- ২০২৭ শিক্ষাবর্ষের পড়ুয়ারা। ছাত্র ছাত্রীদের প্রবল বিক্ষোভের জেরে কলেজের কর্মী অধ্যাপক অধ্যাপিকারা কলেজের মধ্যে আটকে পড়েন। ঘটনায় নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ চত্বরে।
বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ তারা যখন কলেজে ভর্তি হয়েছিলেন তখন যে ফি-এর কথা তাদের বলা হয়েছিল পরবর্তীকালে তা একলাফে অনেকটা বাড়িয়ে দেওয়া হয়। বারবার কলেজ কর্তৃপক্ষকে বর্ধিত ফি প্রত্যাহারের আবেদন জানিয়েও কোনো কাজ না হওয়ায় অবশেষে এদিন তারা বিক্ষোভে সামিল হতে বাধ্য হন বলে জানান পড়ুয়ারা। কম্পিউটার সায়ন্স, ইলেকট্রিকাল সহ একাধিক বিভাগের পড়ুায়ারা এদিনের বিক্ষোভে সামিল হয়েছিল। দাবি মানা না পর্যন্ত তাদের এই বিক্ষোভ আন্দোলন চলবে বলেও দাবি করেন পড়ুয়ারা। যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি সরকারের গাইড লাইন মেনেই ফি বৃদ্ধি হয়েছে। সব মিলিয়ে বর্ধিত ফি নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে ফুলঝোড়ের ওই ইঞ্জিনিয়ারিং কলেজে।