নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গতকালই রাজ্যে অনুষ্ঠিত হয়েছে পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে হিংসার ঘটনা উঠে এসেছে রাজ্য জুড়ে। শুধুনির্বাচনের দিন ভোটের বলি ১৮ জন। আর এই হিংসার ভোটের প্রতিবাদে রবিবার দুর্গাপুরে সরব হলেন জাতীয় কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা।
পঞ্চায়েত ভোটে শাসক দলের সন্ত্রাসের প্রতিবাদে এদিন দুর্গাপুরের নগর নিগম মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকরা। টায়ার জ্বালিয়ে প্রায় কুড়ি মিনিট ধরে পথ অবরোধ করে চলতে থাকে বিক্ষোভ আন্দোলন। যার নেতৃত্ব দেন কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী।
এদিন দেবেশবাবু বলেন, “রাজ্যের শাসক দল, রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন মিলে গোটা পঞ্চায়েত নির্বাচনকে একটি প্রহসনে পরিণত করেছে । শুধু এক দিনে নির্বাচনের দিন ১৮ জনের মৃত্যু হয়েছে। এবং পুরো নির্বাচনের সময়কালে প্রায় ৪০জনের মৃত্যু হয়েছে। রক্তের হোলি খেলা হয়েছে এই পঞ্চায়েত নির্বাচনে। নির্বাচনের দিন কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হয়েছিল। মানুষের গণতন্ত্রের অধিকারকে হরণ করা হয়েছে। তারই বিরুদ্ধে জাতীয় কংগ্রেস সরব হয়েছে এবং আগামী দিনেও দলের তরফে এই প্রতিবাদ আন্দোলন চলবে।”