নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ১০৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল দুর্গাপুর কংগ্রেস। এদিন দুর্গাপুরে কাঁশিরাম দাসে অবস্থিত কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তরুন রায়, ইনটাক নেতা তথা হিন্দুস্থান স্টিল ওয়াকাসের যুগ্ম সম্পাদক ও কনভেনার রানা সরকার, পূর্ণেন্দু পাণ্ডা সহ অন্যান্য নেতৃত্ব। ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন তরুণ রায় সহ উপস্থিত নেতা কর্মীরা।
এদিনের অনুষ্ঠানে তরুণবাবু বলেন “ভারতবর্ষের অখণ্ডতা ও একতা রক্ষা করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী। বর্তমানে ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক বিভাজনকারী শক্তি রাজত্ব কায়েম করেছে । ইন্দিরা গান্ধীর জীবন দর্শনকে সামনে রেখে আমাদের সর্বশক্তি দিয়ে একতৃতভাবে এই বিভাজনকারী শক্তিকে উৎখাত করতেই হবে। ইন্দিরা গান্ধীর জীবন দর্শনকে সামনে রেখেই ওনার নাতি তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কন্যাকুমারীকা থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো পদ যাত্রায় বেরিয়েছেন।” অনুষ্ঠান শেষে ডেঙ্গির প্রকপের হাত থেকে বাঁচতে স্থানীয় গরিব বাসিন্দাদের মধ্যে মশারী বিতরণ করা হয়।
অন্যদিকে কাঁকসা ব্লক কংগ্রেসের উদ্যোগেও এদিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৬ তম জন্মদিবস পালন করা হয়। তাঁর আবক্ষ মুর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানে সূচনা করেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। ঐছাড়া উপস্থিত ছিলেন জেলা সম্পাদক পামলু মজুমদার, দেবাশীষ বিশ্বাস, ব্লক সভাপতি পূরব ব্যানার্জ্জী, ডিএসপি আইএনটিইউসি ইউনিয়নের আহ্বায়ক শ্রমিক নেতা রজত দীক্ষিত, কংগ্রেস নেতা মোজাম্মল হক্, জয়গোপাল দে, ইন্দ্রজিৎ মুখার্জি, ইন্দ্র কুমার মেহেরা সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দরা।
এদিনের অনুষ্ঠানে তৃণমুল সহ বিভিন্ন দল থেকে কপিল দেও ঠাকুরের নেতৃত্ত্বে প্রায় ১০০ জনের মত মানুষ দেবেশ চক্রবর্তীর হাত থেকে পতাকা নিয়ে কংগ্রেসে যোগদান করেন। অনুষ্ঠানের শেষে দুঃস্থদের মধ্যে কম্বল দান করা হয়।