নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– আজ ৩০ জানুয়ারি, জাতির জনক মহাত্মা গান্ধীর প্রায়ণ দিবস। সারা দেশ তথা রাজ্য জুড়ে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁকে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। দুর্গাপুরের জাতীয় কংগ্রের উদ্যোগেও জাতির জনককে এদিন একাধিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিন ইস্পাত নগরীর কাশিরাম দাসে অবস্থিত কংগ্রেসের দলীয় কার্যালয়ে দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে জাতির জনকের উদ্দেশ্যে একটি স্মরণ সাভার আয়োজন করা হয়। সাভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়, দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবাদলের চেয়ারম্যান অমল হালদার, ইনটাক নেতা রানা সরকার, পূর্ণেন্দু পাণ্ডা সহ অন্যান্য নেতৃত্ব। স্মরণ সভার শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও গান্ধীজির প্রতিকৃতিতে মাল্য দান করে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
এই উপলক্ষে তরুণবাবু তাঁর বক্তব্যে বলেন “বর্তমানে সমগ্র দেশ ধর্মীয় বিভাজন, হিংসার রাজনীতিতে আচ্ছন্ন। এর বিরুদ্ধে গান্ধীজির চিন্তা দর্শনকে সামনে রেখে আমাদের রুখে দাঁড়াতে হবে । আজ সেই গান্ধীজির চিন্তা দর্শনকেই পাথেয় করে রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা করলেন।”
অনুষ্ঠানের শেষে মহকুমার কংগ্রেস সেবাদলের পক্ষ থেকে দুর্গাপুরে সংশোধনাগারে গিয়ে বন্দিদের মিষ্টি বিতরণ করা হয়। উপস্থিত মহিলা সদস্যরা গান্ধীজির পছন্দের রামধেনু গান পরিবেশন করেন। বন্দিরা যাতে সংশোধিত হয়ে সমাজের মূল ধারায় ফিরতে পারেন তার জন্য তরুণবাবু আগাম শুভেচ্ছা জানান ।
অন্যদিকে দুর্গাপুরের গান্ধী মোড়েও কংগ্রেসের পক্ষ থেকে এদিন মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুদেব রায়, স্বপন ব্যানার্জি, স্বপন মিত্র সহ দলের বিশিষ্ট ব্যক্তিগণ। সকলে গান্ধীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ও তাঁকে স্মরণ করেন।