নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– এবার লোকসভায় রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদের আঁচ এসে পড়লো দুর্গাপুরে। তীব্র বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদে সামিল হলেন শিল্পাঞ্চলের বিশিষ্ট কংগ্রেস নেতা তরুণ রায়ের নেতৃত্বে দলের কর্মী সমর্থকরা। শনিবার দুর্গাপুরের কাদারোড় সংলগ্ন সার্ভিস রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তাঁরা। প্রায় আধঘন্টা ধরে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। অন্যদিকে ব্যস্ত সময়ে পথ অবরোধেরে জেরে যাত্রীবাহী বাস সহ বহুগাড়ি আটকে যায়। তৈরি হয় ব্যাপক যানজট। পরে স্থানীয় ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবী নিয়ে বিতর্কের জেরে একটি মানহানীর মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে সুরাটের জেলা ও দায়রা আদালত। তার ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার তাঁর সাংসদ পদ খারিজ করে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। যা নিয়ে উত্তাল গোটা দেশ। কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে একজোট হয়ে সরব হয়েছেন বিরোধীরা। পাশাপাশি, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ-বিক্ষোভে নেমেছেন কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা।