সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- শাকসবজির দাম আকাশ ছোঁয়া। অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। এবার তারই প্রতিবাদে পথে নামল দুর্গাপুরের কংগ্রেস নেতা কর্মীরা। রবিবার সকালে দুর্গাপুরের বেনাচিতি বাজার জুড়ে এক অভিনব প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন তারা। এদিন আলু, উচ্ছে, পটল, পেঁয়াজের মালা পরে আর থালা বাজিয়ে প্রতিবাদে সরব হন কংগ্রেস কর্মীরা। তারা অভিযোগ করেন দুর্নীতিগ্রস্ত মজুদদারদের কারণেই প্রতিনিয়ত বেড়ে চলেছে শাকসবজির দাম। এদিনের এই এভিনব কর্মসূচির নেতৃত্ব দেন কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। তিনি বলেন, মজুদদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছে না রাজ্য ও কেন্দ্রীয় সরকার। টাস্ক ফোর্স ঘুমিয়ে আছে। অবিলম্বে সবজির দাম কমানো না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারিও দেন তিনি ।
অন্যদিকে এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজ্য সরকারের টাস্ক ফোর্স গোটা রাজ্য জুড়ে শাকসবজির দাম কমাতে কি পদক্ষেপ নিচ্ছে ও রাজ্য সরকার কি করছে, সেটা মানুষেরা দেখতে পাচ্ছে।