নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– যোশীমঠের ঘটনার মতো প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই ধরিত্রী মা ও প্রকৃতিকে রক্ষা করা সহ আরও কিছু দাবি দাওয়া নিয়ে সম্প্রতি এক অভিনব উদ্যোগ নিয়েছিলেন শিল্প শহরের জব্বর পল্লীর বাসিন্দা এক দম্পতি- শুভ চক্রবর্তী ও রমা চক্রবর্তী। গত ২৬ জানুয়ারি দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল সৃষ্টি কমপ্লেক্স থেকে পায়ে হেঁটে দিল্লির উদ্দেশ্য রওনা দিয়েছিলেন তাঁরা। উদ্দেশ্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে পরিবেশকে বাঁচানো, নারী স্বশক্তিকরণ করা সহ নানা সামাজিক সংস্কারের আবেদন জানানো।
অবশেষে ৫২ দিন লাগাতার হেঁটে প্রায় ১৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে গন্তব্যে পৌঁছলেন দুর্গাপুরের চক্রবর্তী দম্পতি। দেখা করলেন দেশের রাষ্ট্রপ্রতি দৌপদী মুর্মুর সঙ্গে। তাঁর সঙ্গে দেখা করে প্রকৃতিকে রক্ষা ও সামজিক সংস্কারের একাধিক পদক্ষেপ গ্রহণের আবেদন জানান তাঁরা। তাদের এই আবেদন গুলির মধ্যে রয়েছে-
১. ভারতবর্ষের লাইফটাইম তথা পবিত্রতম নদী মা গঙ্গা কে বাঁচানো- ” সেভ রিভার গঙ্গা ” ।
২. পরিবেশকে বাঁচানোর তাগিদে প্রতিটি বাড়ীতে, স্কুলে, রাস্তার পাশে এবং যেখানে সম্ভব গাছ লাগানো ।
৩. মৃত্তিকাকে শুদ্ধ রাখার তাগিদে বজ্র্য পদার্থ নির্দিষ্ট স্থানে ফেলা ও তার প্রকৃত ব্যবস্থাপনা করা।
৪. বৃষ্টির জল ধরে রেখে তার সঠিক ব্যাবহারের অভ্যাস বাড়ানো।
৫. সৌরবিদ্যুৎ চালিত আলো রাস্তায় এবং ঘরে ব্যাবহারের অভ্যাস বাড়ানো।
৬. মহিলা স্বশক্তিকরনের উদ্দেশ্যে আরো বেশী করে পদক্ষেপ গ্রহন করা।
৭. থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার উদ্দেশ্যে আর পদক্ষেপ গ্রহন করা।
৮. কোনো দুস্থ রোগীর হাসপাতালে মৃত্যু হলে তার হাসপাতালের বিল মুকুব করা।
চক্রবর্তী দম্পতির রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎ পর্বে সঙ্গে ছিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়া। দম্পতির এই মহৎ উদ্দেশ্যকে অভিনন্দ ও সাধুবাদ জানাচ্ছে শিল্পাঞ্চলবাসী।