নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ বর্তমান যুগ প্রযুক্তির যুগ হলেও আজও বেশ কিছু প্রয়োজনে আমাদের পুরনোকেই আঁকড়ে ধরে থাকতে হয়। যার মধ্যে অন্যতম হল স্ট্যাম্প থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে দরকারি স্ট্যাম্প পেপার। বিভিন্ন আইনী কাজ থেকে শুরু করে বহু ক্ষেত্রেই আজও ইন্টারনেট, কম্পিউটারের যুগেও স্ট্যাম্প পেপারের গুরুত্ব অপরিসীম। কিন্তু গত বেশ কয়েকদিন ধরেই এহেন ১০ টাকা ও ২০ টাকার স্ট্যাম্প পেপারের আকাল দেখা দিয়েছে দুর্গাপুরের সিটিসেন্টারে অবস্থিত মহকুমা আদালত চত্বরে। সাধারণ মানুষ থেকে শুরু করে ভেন্ডাররাও স্ট্যাম্প পেপার না থাকায় চরম সমস্যার মধ্যে পড়েছেন। ব্যক্তিগত প্রয়োজনে স্ট্যাম্প পেপার নিতে আসা গ্রাহকরা জানাচ্ছেন, দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থেকে ফিরে যাচ্ছি, কিন্তু স্ট্যাম্প পেপার পাওয়া যাচ্ছে না। ফলে দরকারি কাজ আটকে রয়েছে। কিন্তু হঠাৎ করে দুর্গাপুরে স্ট্যাম্প পেপার অমিলের কারণ কী? স্ট্যাম্প পেপার ভেন্ডার ক্ষুদিরাম মণ্ডল জানালেন ১০ ও ২০ টাকার স্ট্যাম্প পেপারের জন্য বারবার আবেদন করা হলেও সরবরাহ ঠিক না থাকায় চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সকলকেই।