নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরে বামেদের বিক্ষোভ মিছিল আটকে দিল পুলিশ। প্রসঙ্গত পুরসভায় দ্রুত ভোট করানোর সহ একাধিক দাবি ও দুর্নীতির অভিযোগে বুধবার একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল স্থানীয় বাম নেতৃত্ব। এদিন বিকেলে সিটি সেন্টারের দুর্গাপুর সিনেমা হল থেকে শুরু হয়ে মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়।
অন্যদিকে এই মিছিলকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই মহকুমা শাসকের দপ্তরের সামনে বিহাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। মিছিল মহকুমা শাসকরে দপ্তরের সামনে পৌঁছনোর আগেই ব্যারিকেড দিয়ে মিছিল রুখে দেয় পুলিশ। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন সিপিএম বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী ,জেলা কমিটির সদস্য মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার সহ অন্যান্য বাম নেতৃত্বরা ।
মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, বর্তমান পরিস্থিতিতে যখন শাসক দলের দুর্নীতি প্রকাশ্যে চলে এসেছে, গ্রেফতার হচ্ছে একাধিক নেতা মন্ত্রী, তখন ভোট করাতে ভয় পাচ্ছে শাসক দল। পাশাপাশি তিনি হুমকির সুরে বলেন যদি সময়মতো ভোট করানো না হয় তাহলে কিভাবে পুরসভায় প্রশাসকরা ঢোকেন সেটা আমরা দেখে নেবো।