eaibanglai
Homeএই বাংলায়ফের বিকল দুর্গাপুরের বীরভানপুর শ্মশানের চুল্লি , বিপাকে শ্মশান যাত্রীরা

ফের বিকল দুর্গাপুরের বীরভানপুর শ্মশানের চুল্লি , বিপাকে শ্মশান যাত্রীরা

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– কয়েক দিনের ব্যবধানে দুর্গাপুরের বীরভানপুর শ্মশানের ইলেকট্রিক চুল্লি দুটি বিকল হয়ে যাওয়ায় বিপাকে পড়ছেন দুর্গাপুর মহকুমা সহ বাঁকুড়ার বড়জোড়া সহ পার্শ্ববর্তী এলাকার শ্মশান যাত্রীরা। অভিযোগ দুর্গাপুর নগর নিগম এই শ্মশানের চুল্লির দায়িত্ব নেওয়ার পর থেকেই নিয়মিত ভাবে রক্ষণাবেক্ষণের অভাবে বার বার এই ধরণের সমস্যা দেখা দিচ্ছে। দুটি চুল্লির মধ্যে একটি চুল্লি অধিকাংশ সময় খারাপ থাকে। এবার দুটি চুল্লিই একসাথে বিকল হওয়ায় সমস্যা আরও বেড়েছে।

জানা গেছে দিন কয়েক আগেই প্রথম চুল্লি এবং শুক্রবার গভীর রাতে দ্বিতীয় চুল্লিটি শব দেহ দাহ হওয়ার সময় হঠাৎই খারাপ হয়ে যায়। অভিযোগ এরপর ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও চুল্লি মেরামতির জন্য কোনও উদ্যোগ নেয়নি নগর নিগম। ফলে চরম দুর্ভোগে পড়েছেন শ্মশান যাত্রীরা । কাঠ কিনে শবদাহ করতে হচ্ছে তাদের। তাতে দাহ হতে সময়ও লাগছে অনেক বেশী। আর এই নিয়ে রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে শ্মশান যাত্রীদের মধ্যে।

অন্যদিকে আকস্মিক ভাবে দুটো চুল্লি একসাথে খারাপ হওয়ার ঘটনায় শ্মশান যাত্রীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পুর প্রশাসক অনিন্দিতা মুখার্জি। পাশাপাশি দ্রুততার সঙ্গে চুল্লি দুটি মেরামরতি করে পুনরায় চালু করার আশ্বাস দিয়েছেন তিনি।

তবে এই প্রথমবার নয়। গত কয়েক বছর ধরেই বার বার চুল্লি বিকল হয়ে সমস্যায় পড়েছেন শ্মশান যাত্রীরা। প্রতিবারই মেরামতি করে ফের চালু করা হয়েছে চুল্লি। অভিযোগ বছর বছর ধরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলেও স্থায়ী কোনও সমাধানের চেষ্টা হয়নি পুরসভার তরফে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments