নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের গোপালমাঠে শ্মশান যাওয়ার রাস্তা জবরদখলের অভিযোগ উঠেছে এক নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে। ফলে সমস্যায় পড়েছেন গ্রামের বাসিন্দারা। ওই রাস্তা দখলমুক্ত করার পাশাপাশি একাধিক দাবিতে আন্দোলন চালাচ্ছে গোপালমাঠ জোড়ধার ও শ্মশান ভূমিরক্ষা কমিটি। সম্প্রতি সেই আন্দোলনের অংশ হিসেবে গত ৮দিন ধরে অনশন চলছে। কমিটির সদস্য ধ্রুবজ্যোতি মুখার্জী গত ২২ মার্চ থেকে অনশনে বসেছেন।
আন্দোলনরত কমিটির সদস্যদের অভিযোগ শুধু শ্মশান যাওয়ার রাস্তাই নয় শ্মশান সংলগ্ন বাবাজির মন্দির যাবার রাস্তা ও বিপুল পরিমাণ খাস জমি বেআইনিভাবে দখল করা হয়েছে। এমনকি শ্মশান সংলগ্ন স্থানীয় ক্যানেলের গতিপথ কে ব্যক্তিগত স্বার্থে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং বেআইনিভাবে দখল করা দীর্ঘ অংশ বুঝিয়ে ফেলা হয়েছে। এই সবকিছু দখল মুক্ত না করা পর্যন্ত অনশন আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। প্রয়োজনে অনশন মঞ্চে মৃত্যুবরণ করতেও তারা রাজি বলে জানিয়েছেন শ্মশান ভূমিরক্ষা কমিটির সদস্যা।
অন্যদিকে এদিন গোপালমাঠ জোড়ধার ও শ্মশান ভূমিরক্ষা কমিটির আন্দোলন তথা অনশন মঞ্চে হাজির হন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলু ওয়ালিয়া এবং আন্দোলকারীদের সঙ্গে কথা বলেন। তিনি এই সমস্যার সমাধানের জন্য আলোচনার উপর জোর দিয়েছেন। এদিন তিনি জানান আন্দোলনকারী ও নির্মাণকারী সংস্থা আলোচনায় বসুক। তবে শ্মশানের জমি দখল করে নেওয়ার বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।