নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– এক নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে শ্মশানে যাওয়ার রাস্তা জবর দখলের অভিযোগে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলনে নেমছে দুর্গাপুরের গোপালমঠের বিজেপি নেতৃত্ব। ওই রাস্তা দখলমুক্ত করার দাবিতে বিজেপির ছত্রছায়ায় আন্দোলন চালাচ্ছে গোপালমাঠ জোড়ধার ও শ্মশান ভূমিরক্ষা কমিটি। অভিযোগ শুধু শ্মশান যাওয়ার রাস্তাই নয় শ্মশান সংলগ্ন বাবাজির মন্দির যাবার রাস্তা ও বিপুল পরিমাণ খাস জমি বেআইনিভাবে দখল করা হয়েছে। এমনকি শ্মশান সংলগ্ন স্থানীয় ক্যানেলের গতিপথ কে ব্যক্তিগত স্বার্থে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং বেআইনিভাবে দখল করা দীর্ঘ অংশ বুঝিয়ে ফেলা হয়েছে।
প্রতিবাদে গত ২২ মার্চ থেকে অনশন শুরু করেন গোপালমাঠ জোড়ধার ও শ্মশান ভূমিরক্ষা কমিটির সদস্য তথা বিজেপির এক নম্বর মণ্ডল সভাপতি ধ্রুবজ্যোতি মুখার্জি। গত ১২ দিন ধরে অনশন চলার পর সোমবার সকালে স্থানীয় গ্রাম বাসীরা জাতীয় সড়কের সার্ভিস রোড প্রায় দশ মিনিট অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের বুঝিয়ে সুঝিয়ে সরিয়ে দেয় পুলিশ। এরপরেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনশনকারী বিজেপি নেতা ধ্রুবজ্যোতি মুখার্জিকে অনশন তুলে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। সেইমতো বিজেপি নেতা অনশন তুলে নেন। পাশাপাশি তিনি এও জানান যে প্রশাসনের প্রতিশ্রুতি মতো যদি জমি ছেড়ে দেওয়া না হয় তাহলে আগামী দিনে আন্দোলন আর অহিংস থাকবে না।
অন্যদিকে জানা গেছে ইতিমধ্যেই দুর্গাপুর নগর নিগম, ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক, স্থানীয় গ্রামবাসী ও প্রোমোটারদের মধ্যে একটি বৈঠক হয়েছে শ্মশানের জমি জবরদখল নিয়ে। সেই বৈঠকের পরে দুর্গাপুর নগর নিগম সহ প্রত্যেকেই বিতর্কিত জমি পরিদর্শন করেছেন। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি আগেই জানিয়েছিলেন যে ওই বৈঠক অত্যন্ত সদর্থক হয়েছে এবং প্রোমোটারেরা রাস্তার জমি ছেড়ে দিতে রাজি হয়ে গিয়েছেন। আগামী ৬ তারিখ প্রশাসন, পুরনিগম, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সহ সংশ্লিষ্ট সব পক্ষ ফের বৈঠকে বসবে। আগামী সেই বৈঠকেই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী গ্রামবাসী।