নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। দুর্গাপুর শহরে অনুষ্ঠিত হতে চলেছে ডে-নাইট বিগ ব্যাশ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। পাঁচ দিন ব্যাপী এই ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টটির আয়োজন করেছে শহরের অধিকাংশ ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাবের সমন্বয়ে গঠিত ‘দুর্গাপুর ক্লাব সমন্বয়’। শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের শহীদ ভগত সিং স্টেডিয়ামে আগামী ১২ ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। যেখানে সারা দেশের থেকে ১৬টি ক্রিকেট দল অংশ নেবে। যাঁদের মধ্যে থাকবেন বেশ কিছু নামকরা আন্তর্জাতিক খেলোয়াড়ও।
এই বিগ ব্যাশ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার রাশিও রীতিমতো ঈর্ষনীয়। প্রথম পুরস্কার অর্থাৎ টুর্নামেন্টে বিজয়ী দলের জন্য থাকছে ১০ লাখ টাকা পুরস্কারের ব্যবস্থা। রানার্স-আপ টিম পাবে নগদ ৫ লক্ষ টাকা, বেস্ট বোলার পাবেন ১১ হাজার টাকা, বেস্ট ব্যাটসম্যান পাবেন ১১ হাজার টাকা, প্রতি ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ পাবেন ২১০০ টাকা , ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ পাবেন ৪৫ ইঞ্চির একটি এলইডি টিভি , ম্যান অব দ্যা সিরিজের জন্য থাকছে রয়্যাল এনফিল্ড বুলেট বাইক।
আর এই গালা ইভেন্টের জন্য সিটিসেন্টারেরই সৃজনী প্রেক্ষাগৃহে আগামী ২৯ জানুয়ারি একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী , ডিএমসি’র প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি এবং আসানসোলের ডেপুটি মেয়র তথা পশ্চিম বর্ধমানের আইএনটিটিইউসি’র সভাপতি অভিজিৎ ঘটক।
সাম্প্রতিক অতীতে এতবড় ক্রিকেট টুর্নামেন্ট দেখেনি দুর্গাপুরবাসী। তাই আসন্ন এই ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে শহরের খেলা প্রেমী মানুষজনের মধ্যে।