নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ দুর্গাপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শহীদ ভগৎ সিং ময়দান স্টেডিয়ামে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে গত ১৩ ফেব্রুয়ারী শুরু হয়েছিল চার দিনব্যাপী ‘বিগ ব্যাস’ ধামাকা ক্রিকেট টুর্নামেন্ট। গত ১৩ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্য ও শহর থেকে ১৬টি দল অংশ নিয়েছিল। এখানে মুম্বই,দিল্লি,কলকাতা,রায়গঞ্জ,উড়িষ্যার সম্বলপুর,বীরভূম,মেদিনীপুর,কাটোয়া,ঝাড়গ্রাম,আসানসোল,দুর্গাপুরের মোট ১৬টি দল অংশগ্রহন করেছিল। ৪টি গ্রুপে ভাগ করে লিগ পর্যায়ের খেলাগুলি শুরু হয়েছিল। এই ক্রিকেটযজ্ঞের জন্য সাজিয়ে তোলা হয়েছিল ভগৎ সিং স্টেডিয়াম। গত রবিবার, বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজ্য আইনমন্ত্রী মলয় ঘটক, রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য এনটিটিইউসি সভাপতি ঋতুব্রত বন্দোপাধ্যায়, প্রাক্তন কমিশনার আইপিএস অজয় নন্দ, কর্পোরেশনের প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, আড্ডার সহ-সভাপতি কবি দত্ত, সহ বহু আধিকারিকও উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টের লোগো ও ট্রফির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার। এই টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলিতে একাধিক আন্তর্জাতিক ক্রিকেটার খেলেছেন। এদের মধ্যে রয়েছেন উসমান প্যাটেল, যোগেশ পেনকার, থমাস ডায়াস,মইনুদ্দিন শেখ, দীনেশ নাকরানী, সুলতান খান, দুর্গাপুরের সরোজ পরামানিক। এদের অনেকেই সম্প্রতি দুবাইতে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে খেলেছেন। এই টুর্নামেন্টের বিজয়ী দল পাবে ১০ লক্ষ টাকা। রানার্স দল পাবে ৫ লক্ষ টাকা। ‘ম্যান অফ দা সিরিজ’ পাবেন একটি রয়েল এনফিল্ড বাইক। ফাইনালে ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ পাবেন ৪৫ ইঞ্চির এলইডি টিভি।

আজ (১৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা নাগাদ ফাইনাল খেলাতে মাঠে এসে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেট তারকা সনৎ জয়সূর্য শ্রীলংকার ক্রিকেট দলের প্রশংসা করলেন। দুর্গাপুরের ‘বিগ ব্যাস’ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিয়ে নতুন প্রজন্মকে উৎসাহ যুগিয়ে সনৎ জয়সূর্য বলেন, “এই ধরনের প্রতিযোগিতার জন্য উৎসাহ বাড়ছে খেলোয়াড়দের এবং দর্শকদের।” দর্শকদের উদ্দেশ্যে নমস্কার করতে দেখা যায় সনৎ জয়সূর্যকে। হাজার হাজার দর্শকদের সমাগমে পরিপূর্ণ মাঠ আরো আলোকিত হয়ে ওঠে সনৎ জয়সূর্যার আগমনে। এই প্রতিযোগিতার আয়োজক ‘দুর্গাপুর ক্লাব সমন্বয়’ কমিটির সভাপতি সন্দীপ দে জানান, “দুর্গাপুরে এই ধরনের আন্তর্জাতিক স্তরের টেনিস ক্রিকেট টুর্নামেন্ট এটাই প্রথম। আগামী দিনে দুর্গাপুরে যাতে এই ধরনের আরও বড় মাপের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা যায় সেই উদ্যোগকে উৎসাহিত করার চেষ্টা করা হবে। শিল্পনগরী দুর্গাপুরে স্পোর্টস সিটি নির্মাণের ক্ষেত্রে প্রচেষ্টা শুরু করা হবে।”

এদিনের ফাইনাল টুর্নামেন্টের খেলাটি অনুষ্ঠিত হলো ক্লাব ইন্দিরা, মেদিনীপুরের কন্টাইয় ও জেবিএল খান্দরা পেরিমিটার ফ্রেন্ডস এ এন এস বয়েজ ক্লাবের মধ্যে। ফাইনাল খেলার শেষে জে বি এল খান্দরা বিজয়ী হয়। এদিনের ফাইনাল ম্যাচের খেলায় ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ হন অংকুর সিং, ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হন জগত সরকার ও ‘বেস্ট ব্যাটসম্যান’ হন কৃষ্ণ সৎপতি।





