eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ

দুর্গাপুরে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- “এসো হে বৈশাখ” শীর্ষক বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ উদযাপন করা হলো ১৪ ও ১৫ এপ্রিল,২০২৩ দুর্গাপুর ইস্পাত নগরীর কাশীরাম দাস রোড কৃষ্টি মনিমেলা প্রাঙ্গণে। মূল উদ্যোগ ছিল দুর্গাপুর কালচারাল সোসাইটির, সহযোগিতা ছিল দুর্গাপুর সুর ও ছন্দম এবং আজাদ হিন্দ স্পোর্টিং ক্লাবের-ও। দুই দিনের অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি, নৃত্য ইত্যাদির উল্লেখযোগ্য পরিবেশন উপভোগ করেন প্রচুর সংখ্যক মানুষ। সঙ্গীত পরিবেশনকারী শিল্পীদের মধ্যে ঋতুকণা ভৌমিক, সৌমী বন্দ্যোপাধ্যায়, শ্রাবয়িতা দে দাস, দেবাশিস চৌধুরী, বিশ্বজিৎ প্রমুখের নিবেদন প্রশংসনীয় হয়। সংগীত, নৃত্য, আবৃত্তি ইত্যাদির সম্মেলক অনুষ্ঠান গুলিতে নৈবেদ্য,সুরঙ্গম, সরগম কলা কেন্দ্র,নবমঞ্জরী, নান্দনিক বচন,আমরা অদ্ভূত, ছন্দবীণা, সুর ও ছন্দম, কথা ও কবিতা, নৃত্যঞ্জলি ড্যান্স একাডেমীর শিল্পীরা অংশগ্রহণ করেন। উভয়দিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, রবীন্দ্র সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, নৃত্য গুরু নির্মল নাগ, বাচিক শিল্পী মিতা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের ব্যবস্থাপনা ছিল নিঃসন্দেহে উল্লেখ করবার মতো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments