eaibanglai
Homeএই বাংলায়বাংলার পঞ্চকবির পাঁচালী

বাংলার পঞ্চকবির পাঁচালী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বাংলার চির বরেণ্য পাঁচজন কবি- গীতিকার-সুরকার রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল, অতুলপ্রসাদ, রজনীকান্ত এবং নজরুল ইসলামকে একই মঞ্চে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছিলেন দুর্গাপুরের “সুর তরঙ্গ” সাংস্কৃতিক সংস্থা। ১৮ জুন,২০২৩ সন্ধ্যায় দুর্গাপুর চিলড্রেন্স একাডেমী অফ কালচারের আচার্য্য জগদীশচন্দ্র বসু সভাগৃহে। উল্লিখিত সংস্থার সদস্যরা পঞ্চকবির গান পরিবেশন করলেন সত্য মুখোপাধ্যায়ের পরিচালনা এবং জয়ন্ত পোদ্দারের ব্যবস্থাপনায়। এছাড়াও,অনুষ্ঠানের অন্তর্ভুক্ত ছিল আনন্দধারা,মধুবালা ও আনন্দ লহরী সংস্থার সঙ্গীতানুষ্ঠান। দেবদাস সেন ও কাকলি সেন পরিবেশিত শ্রুতি নাটক এবং রাগ নিক্কন ড্যান্স একাডেমীর শিল্পীবৃন্দ পরিবেশিত নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানে চিলড্রেন্স একাডেমীর প্রতিষ্ঠাতা ও রাজ্যসভার প্রাক্তন সদস্য জীবন রায়, দুর্গাপুরের মুখ্য নগর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় এবং বিশিষ্ট সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্তকে আয়োজকদের পক্ষ থেকে সংবর্দ্ধনা জ্ঞাপন করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments