eaibanglai
Homeএই বাংলায়বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তীতে শহরে মহান মনিষীদের স্মৃতি তর্পণ

বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তীতে শহরে মহান মনিষীদের স্মৃতি তর্পণ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– আগামী ১ জুলাই দুর্গাপুর শিল্পনগরীর প্রাণপুরুষ তথা পশ্চিমবাংলার রূপকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশ্ববন্দিত চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী ও মৃত্যু দিবস। তাঁর স্মরণে দিনটি বিশেষভাবে উদযাপন করতে চলেছে দুর্গাপুরের আরাধনা কালচারাল অ্যাকাডেমি। যার সহযোগিতায় থাকছে দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

ওই দিন মহান মনিষীদের (রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, রজনীকান্ত, অতুলপ্রসাদ, সতীনাথ মুখোপাধ্যায় ও হেমন্ত মুখোপাধ্যায়) স্মৃতিতর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি দিয়ে ১ জুলাই দিনটি উদযাপন করতে চলেছে আরাধনা কালচারাল অ্যাকাডেমি। এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে শহরের সৃজনী প্রেক্ষাগৃহে। আরাধনা কালচারাল অ্যাকাডেমি ছাড়াও এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে দুর্গাপুরের প্রতিথযশা শিল্পী সংগঠনবৃন্দ ও কলকাতার সাংস্কৃতিক সংগঠন ‘সংলাপ’। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘সংলাপ’ এর কর্ণধার সুভাশীষ ঘোষ ঠাকুর।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এদিন জাতীয় ডাক্তার দিবসে ওই একই মঞ্চ থেকেই শহরের পাঁচজন বিশিষ্ট চিকিৎসককে ‘আরাধনা চিকিৎসা সম্মান ২০২৩’ প্রদান করা হবে। উল্লেখ্য় ডক্টর বিধানচন্দ্র রায়ের সম্মানে প্রতি বছর ১ জুলাই দিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments