নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিখ্যাত নেপালি আদি কবি ভানুভক্ত আচার্যের ২০৯ তম জন্মবার্ষিকি পালিত হল দুর্গাপুরে। তাঁর জন্মবার্ষিকি উপলক্ষ্যে রবিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে নেপালি আদি কবির স্মরণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। দুর্গাপুর ও সংলগ্ন এলাকার নেপালি সম্প্রদায়ের বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে নেপালি সমাজের শিল্পীরা নেপালি নাচ ও গান পরিবেশন করে কবিকে স্মরণ করেন।
এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভানুভক্ত নেপালি সমিতির সভাপতি কৃষ্ণ মুরারি শর্মা, সম্পাদক রাজু প্রধান ও বিশিষ্টজনেরা।
উল্লেখ্য ১৩ জুলাই কবি ভানু ভক্তের জন্মদিবস। কিন্তু সকলের সুবিধার জন্য রবিবার ছুটির দিনে তার জন্মদিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান নেপালি সমাজের প্রতিনিধি গোপাল শর্মা।