নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা ও পরিচালনায় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম প্রয়াণ বার্ষিকী যথাযথ মর্য্যাদার সঙ্গে পালন করা হল ২৯ ও ৩০ আগস্ট,২০২৩ কবিতীর্থ চুরুলিয়ায়। অনুষ্ঠানের নামকরণ হয়েছিল ‘আন্তর্জাতিক নজরুল স্মরণ’। দুইদিন ব্যাপী অনুষ্ঠানে কবি ও কবি পত্নীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ,সংগীত পরিবেশন,আলোচনা সভা,কবিতা পাঠ,নৃত্যানুষ্ঠান,পুরস্কার বিতরণ ইত্যাদি অন্তর্ভুক্ত হয়েছিল। শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ,আসাম,ত্রিপুরা রাজ্যের মানুষও। দুদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন কবির ভ্রাতুষ্পুত্র কাজি রেজাউল করিম,নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড:দেবাশীষ বন্দ্যোপাধ্যায়,ডিন সজল ভট্টাচার্য্য,রেজিস্ট্রার চন্দন কোণার,গ্রন্থাগারিক বিশ্বজিৎ সাহা,বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত,জাহান বাশির (বাংলাদেশ),রমা পুরকায়স্থ প্রমুখ। সংগঠকদের পক্ষ থেকে নজরুলরত্ন পুরস্কার প্রদান করা হয় কাজী নিজাম উদ্দিন,অশোকা গুপ্ত এবং কুমকুম সেনগুপ্ত কে। সংগীত পরিবেশনকারী শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ঋতুকণা ভৌমিক,সৌমী বন্দ্যোপাধ্যায় শুভ্রা চট্টোপাধ্যায়,সীমা রায়,রাজা বন্দোপাধ্যায় প্রমুখ। আবৃত্তির অনুষ্ঠানে অংশ নেন সুচন্দ্রিতা চক্রবর্তী,প্রিয়াঙ্কা মাঝি,অভিজিৎ চন্দ্র দুলাল মন্ডল এবং বেশ কয়েকটি বাচিক শিল্প সংস্থা। নৃত্য পরিবেশন করেন কলতান দত্ত,অর্পিতা বরাট,সৈয়দ নীতি,অভিজিৎ চন্দ্র রাইসা কাজী প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানের সুচারু সঞ্চালনা,পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সোনালী কাজী এবং ড: কে. কাজী।