নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের বিশিষ্ট সাহিত্য সঙ্গীতানুরাগী এবং সাংস্কৃতিক সংগঠক ডঃ বিমল কান্তি রায়ের প্রয়াণ দিবস পালন করা হল ২৪ নভেম্বর ২০২৩, সন্ধ্যায় ইস্পাত নগরীর চিত্তব্রত মজুমদার স্মৃতিভবনে। উদ্যোগ ছিল – দুর্গাপুর সুরপরিষদ মিউজিক্যাল একাডেমীর।
অনুষ্ঠানের অন্তর্ভুক্ত ছিল- সুরপরিষদ ও দুর্গাপুর রম্যবীণার সম্মেলক সংগীত, সৌগত দাস এর একক এসরাজে পরিবেশিত রাগ সংগীত, বিশ্বায়ন রায় ও অন্যান্য শিল্পীর একক সংগীত, দুর্গাপুর শ্রুতিরঙ্গমের কচিকাঁচা শিল্পীদের সমবেত আবৃত্তি ইত্যাদি।
প্রখ্যাত ডঃ রায় সম্পর্কে স্মৃতিচারণ করেন সংগীত শিল্পী বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত, তবলা শিল্পী সমীর রায়, সাহিত্যসেবী মোহিল গাঙ্গুলী,প্রণয় রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- দেবদাস সেন। সমগ্র অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন- আনন্দিতা রায় এবং বিথীন রায়।