নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরের অন্যতম বাচিক শিল্প-সংস্থা “স্বরবাক” এর উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী আয়োজিত হয়েছিল ১৭ মে ২০২৩, সন্ধ্যায় ইস্পাত নগরীর এস.সি. ডব্লিউ.এস. এর সভাগৃহে। আবৃত্তি, শ্রুতিনাট্য এবং রবীন্দ্র সংগীত পরিবেশন করলেন সংস্থার সদস্যবৃন্দ,আমন্ত্রিত শিল্পী ও সংগঠনের শিল্পীরা। বিপ্লব মুখোপাধ্যায়,শ্রাবন্তী সাহা, কাঞ্চন মিত্র, অনিমেষ চট্টোপাধ্যায়, কাজল মুখোপাধ্যায়, নন্দিনী বন্দ্যোপাধ্যায়, আশীষ চট্টোপাধ্যায়, সাধন শীল, নন্দিতা মন্ডল, মনশ্রী অধিকারী প্রমুখ সদস্য শিল্পীবৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। সংগীতানুষ্ঠানে অংশগ্রহণকারী আমন্ত্রিত রবীন্দ্রসংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, ঋতুকণা ভৌমিক,সৌমী বন্দ্যোপাধ্যায়, শ্রাবয়িতা দে ও সুদীপ্তা দাস জানার পরিবেশন ছিল অনবদ্য। ছিল সুরঙ্গম সংস্থার সমবেত গানের পরিবেশন ও। দুর্গাপুর নাটুকের শিল্পীদের পরিবেশনায় শ্রুতি নাটকটিও ছিল অনন্য সাধারণ। সম্পূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনার যাবতীয় কৃতিত্ব অবশ্যই বিপ্লব মুখোপাধ্যায়-এর। উপস্থিত সবাইকে স্বাগত জানান সংস্থার চেয়ারপার্সন ডক্টর রুনু মুখোপাধ্যায়।