নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সুবিধা বঞ্চিত ও অনগ্রসর শিশুদের শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া বিকাশের লক্ষ্যে কাজ করে চলেছে দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আরাধনা কালচারাল অ্যাকাডেমি। অন্যদিকে দুর্গাপুর তথা রাজ্যব্যাপী বিভিন্ন বিপর্যয়ের সময় মানুষের পাশে থাকারা পাশাপাশি বছরভর সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। সারা বছর নানা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে এই সংগঠনটি। সব মিলিয়ে এই সংগঠনটি একান্তভাবে সাধারণ মানুষের মনের মনিকোঠায় বিশেষ স্থান করে নিয়েছে।
এবছর দশম তম বর্ষে পা দিল আরাধনা। আর তাদের এই পথ চলাকে উদযাপন করতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। আরাধনা কালচারাল অ্যাকাডেমির পরিচালনায় ও আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় আগামী ২২ জুলাই শনিবার সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার। “গানের জলসায় হৃদয় জুড়ে মনোময়” শীর্ষক এই অনুষ্ঠানে গানে গানে শহরবাসীর হৃদয় জুড়াতে উপস্থিত থাকবেন বাংলার জনপ্রিয় ও স্বনামধন্য গায়ক মনোময় ভট্টাচার্য।
আরাধনার পক্ষ থেকে মনোময় এই সন্ধ্যায় শহরের সকল সঙ্গীত প্রিয় মানুষকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।