নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহ সংলগ্ন বিপিনচন্দ্র পাল সভাগৃহে ৬-ই আগস্ট,২০২২ এ আয়োজিত হয়েছিল মনোজ্ঞ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্যোক্তা ছিলেন দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সংস্থার উদ্যোগে মে মাসে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়। নজরুল ভ্রাতুস্পুত্র কাজী রেজাউল করিম , বিশিষ্ট সংগীত শিল্পী বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত, তপন দে, বিপ্লব চট্টোপাধ্যায়, বিশিষ্ট তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, শ্যামাপদ মুখোপাধ্যায়, বাচিক শিল্পী কাকলি দাশগুপ্ত, কাকলি রায় সহ বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কে সংবর্দ্ধনা জ্ঞাপন করা হয়। বিভিন্ন বয়সের শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কাজী রেজাউল করিম,মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায়, উপস্থিত ছিলেন মহকুমা তথ্য আধিকারিক নরেন্দ্রনাথ দত্ত প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের সুচারু সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশন-এর সম্পাদিকা সোনালী কাজী এবং ব্যবস্থাপনায় মিঠু চক্রবর্তী সহ অন্যান্য সদস্যবৃন্দ।