নিজস্ব সংবাদদাতাঃ- গণেশ পূজা উপলক্ষে আনন্দে মেতেছে শিল্পাঞ্চলবাসী। একাধারে শিল্পাঞ্চলের বহু বাড়িতে যেমন ব্যক্তিগত উদ্যোগে পুজোর আয়োজন করা হয়েছিল, তেমনি একাধিক পুজো কমিটির উদ্যোগে বারোয়ারি পুজোরও আয়োজন করা হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল ইস্পাতনগরীর কুড়ুরিয়া মোড় গণেশ পূজা কমিটির উদ্যোগে পূজা। পুজোর পাশাপাশি এখানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক তথা সংগীতানুষ্ঠানের। যেখানে দুর্গাপুরের প্রতিশ্রুতিময়ী ও জনপ্রিয় সংগীত শিল্পী সৌমী বন্দ্যোপাধ্যায় পরিবেশিত গান উপস্থিত শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে। এদিন তাঁর পরিবেশিত ১৭ টি গানের মধ্যে ছিল ৯ টি স্বর্ণযুগের বাংলাগান, ৪ টি হিন্দী চলচ্চিত্রের গান এবং ৪ টি বাংলা জনপ্রিয় লোকগীতি। শিল্পীকে যন্ত্রানুসঙ্গে অনবদ্য সহযোগিতা করেন সন্দীপ দাস, বুদ্ধদেব দাস ও পিন্টু। সৌমী ছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন দীপঙ্কর মুখোপাধ্যায়।