eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের 'অ্যাকোয়া পলিস' আবাসনের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান

দুর্গাপুরের ‘অ্যাকোয়া পলিস’ আবাসনের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য়র সঙ্গে জড়িয়ে রয়েছে দুর্গোৎসব ও বিজয়া সম্মিলনী। দুর্গাপুজো শেষে দশমীতে মাকে বিদায় জানিয়ে ভারাক্রান্ত মনেই চলে মিষ্টি মুখ, প্রণাম, কোলাকুলি। শাস্ত্র মতে, ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত প্রতিমার পূজা করা হলেও বিজয়া দশমীর দিন বিসর্জনের মধ্য দিয়ে প্রতিমাকে নিরাকার করা হয়। দেবী তখন আবার ভক্তদের হৃদয়ে আসন নেন। এদিন সকলের অন্তরে মা স্থান করে নেন এবং বিশ্ব চরাচর আসুরিক শক্তি মুক্ত হয় বলে সবাই কোলাকুলি করে। আর এর পর থেকে কালীপুজো পর্যন্ত প্রায় এক মাস ধরে পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত হয় বিজয়া সম্মিলনির সাংস্কৃতির অনুষ্ঠান, যা আসলে মিলন উৎসবেরই আরেক রূপ। বাঙালি এই ঐতিহ্যকে আজও বহন করে চলেছে।

২১ অক্টোবর সন্ধ্যায় দুর্গাপুর সিটি সেন্টারের ‘অ্যাকোয়া পলিস’ আবাসনে শারদোৎসব পরবর্তী বিজয়া সম্মিলনী উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত শিল্পী সোমা মৈত্রর উদ্যোগে এবং আবাসিকদের সহযোগিতায় আয়োজিত উল্লিখিত অনুষ্ঠানে বিভিন্ন স্বাদের সংগীত পরিবেশন করে শ্রোতাদের তৃপ্ত করলেন প্রতিশ্রুতিসম্পন্ন ও জনপ্রিয় শিল্পী সৌমী বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অংশগ্রহণ করলেন- সোমা মৈত্র, সমীর কর্মকার, বুধন বাউরী প্রমুখ শিল্পীরা। যন্ত্রসংগীত সহযোগিতায় ছিলেন- সন্দীপ দাস, বুদ্ধদেব দাস, দীপঙ্কর মুখোপাধ্যায় ও তরুণ মুখোপাধ্যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments