eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর শিল্পীমহল আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান 'পুজো পেরিয়ে'

দুর্গাপুর শিল্পীমহল আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পুজো পেরিয়ে’

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কোভিড এর আক্রমণে গত বছর শারদোৎসব উত্তর ‘পুজো পেরিয়ে’ অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি, এ বছর আবার সেই অনুষ্ঠান আয়োজিত হল ২৬ নভেম্বর সন্ধ্যায়- দুর্গাপুর শিল্পীমহল-এর উদ্যোগে সিটি সেন্টারের উত্তরায়ন ক্লাব এর মুক্ত মঞ্চে। স্থানীয় বরিষ্ঠ এবং প্রতিভাসম্পন্ন বরিষ্ঠ শিল্পীদের সংবর্দ্ধনা জ্ঞাপন করা হল।সংবর্দ্ধিত হলেন- সুব্রত মুখোপাধ্যায়,গৌতম দত্ত প্রামাণিক, সন্দীপ দাস, প্রদীপ চক্রবর্তী, বরুণ ঘোষ,প্রণয় রায়, পার্থপ্রতীম গুপ্ত প্রমুখ। সংগীত ও অন্যান্য বিষয়ে অংশগ্রহণ করলেন সদস্যদের থেকে বেছে নেওয়া এক ঝাঁক শিল্পী। মঞ্চে উপস্থিত ছিলেন – বিশিষ্ট সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, সংগীত শিল্পী তথা সংস্থার সভাপতি পঙ্কজ শ্রীবাস্তব সহ বেশ কয়েকজন উল্লেখযোগ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অনুষ্ঠান সঞ্চালনায় নন্দিনী বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করেছে। সংস্থার সম্পাদক উদয়শঙ্কর বিশ্বাস, সহ সম্পাদক পার্থপ্রতীম রায় এবং পল্লব ঘোষাল, বিশ্বজিৎ বক্সি, মহুয়া, তরুণ সাহা প্রমুখের অক্লান্ত ও অনবদ্য পর্যবেক্ষণ অনুষ্ঠান কে সর্বাঙ্গ সুন্দর করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments