নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের ‘সম্মান ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে শিল্পাঞ্চলে হয়ে গেল “এক শাম শহীদোকে নাম” শীর্ষক মনোজ্ঞ এক রাজ ভাষা মহাকবি সম্মেলন। বুধবার সন্ধ্যায় ইস্পাত নগরীর এ-জোনে স্থিত রাজেন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় এই মহাকবি সম্মেলন। যেখানে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ১২ জন মহাকবি অংশগ্রহণ করেন এবং তাঁদের কবিতা আবৃত্তি করেন। মনোজ্ঞ এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, ডিভিসি (অন্ডাল) চিফ ইঞ্জিনিয়ার সুনীল প্রসাদ, সেইল ডিএসপি’র সিজিএম মনোজ কুমার রায়, ডিএমসির ভাইস চেয়ারপার্সন অমিতাভ ব্যানার্জী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তথা নেপালি হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক ডঃ কলিমুল হক, ডিসিডব্লু আধিকারিক এন কে পাণ্ডে, ডিএমসির প্রশাসক বোর্ডের সদস্য ধর্মেন্দ্র যাদব ও প্রভুনাথ গিরি সহ শহরের বিশিষ্ট ব্যক্তি বর্গ।
প্রসঙ্গত ‘সম্মান ওয়েলফেয়ার সোসাইটি’ স্বেচ্ছাসেবী সংগঠনটি তার সীমিত সম্পদ নিয়েও সারা বছর ধরে শিল্পাঞ্চলজুরে নানান সামাজিক কর্মসূচির আয়োজন করে থাকে। যেমন- বিনামূল্যে দুস্থদের চিকিৎসার ব্যবস্থা, স্বাস্থ্য পরীক্ষা শিবির, ছাত্র-ছাত্রীদের বইখাতা ও ষ্টেশনারী প্রদান, কম্বল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ইত্যাদি। তবে সারা বছর ধরে নানান সামাজিক কর্মসূচিমূলক কর্মকাণ্ড চালালেও বছরের একটা দিন তাঁরা ভারতের বীর যোদ্ধাদের উদ্দেশ্যে নিবেদন করেন এবং এই মহাকবি সম্মেলনের আয়োজন করে থাকেন। গত এক দশক ধরে এই কবি সম্মেলন দুর্গাপুরবাসীর কাছে অত্যন্ত প্রিয় অনুষ্ঠান হিসেবে প্রশংসিত হয়েছে। এবছরের অনুষ্ঠানটিও সাহিত্য ও সংস্কৃতি প্রিয় মানুষের কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছে। শিল্পাঞ্চলের সাহিত্য ও সংস্কৃতি প্রিয় মানুষ সারা বছর ধরে অধীর আগ্রহে এই মহাকবি সম্মেলনের জন্য অপেক্ষা করে থাকেন। এ বছরের এই কবি সম্মেলন অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল ‘এই বাংলায় ওয়েব পোর্টাল গ্রুপ’।