নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- ‘ চিন্তামণি সংগীত অ্যাকাডেমি ‘র পক্ষ থেকে দুর্গাপুরের ইস্পাতনগরীর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল সঙ্গীতাচার্য চিন্তামণি ভট্টাচার্যের জন্ম শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠান। যেখানে অ্যাকাডেমির শিল্পীরা ও সঙ্গীতাচার্যের ছাত্র-ছাত্রীরা সংগীতের মাধ্যমে সঙ্গীতাচার্যকে শ্রদ্ধা জ্ঞাপন করেন ।
অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি । এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক এবং মান্না দে সংগীত অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক ডঃ গৌতম রায়, বিশিষ্ট সমাজসেবী সুদেব রায় সহ শহরের বিশিষ্ট ব্যক্তিগণ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগীতাচার্যের ছাত্র-ছাত্রীরা, চিন্তামণি সংগীত অ্যাকাডেমীর ছাত্র-ছাত্রীরা, ও সঙ্গীতাচার্যের গুণ মুগ্ধ ও স্নেহধন্যরা।
এদিনের অনুষ্ঠানে বেশ কয়েকজন প্রবীণ গুণী শিল্পীদের সম্বর্ধনা দেওয়া হয়। এঁদের মধ্যে ছিলেন সব্যসাচী বিশ্বাস, সুরভী বিশ্বাস, বুলু সাহা, নীলিমা বিশ্বাস, দিপালী সান্যাল ও শ্যামল দাস। এছাড়াও এদিনের মঞ্চ থেকে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়। প্রকাশ করেন সংগীতাচার্যের ভাইপো সন্দীপ ভট্টাচার্য এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি অনিন্দিতা মুখার্জি।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ‘মাটি তোদের ডাক দিয়েছে’ শীর্ষক একটি গীতিআলেখ্য । অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের কাছে উচ্চপ্রশংসিত হয়।