নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- “দুর্গাপুর চিরন্তন কথা আর্টস ওয়েলফেয়ার সোসাইটি”র উদ্যোগে মনোজ্ঞ একটি শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল ২৭ জানুয়ারি সন্ধ্যায় দুর্গাপুর সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে। শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, স্বনামধন্য চিকিৎসক ড: অরুণাংশ গাঙ্গুলী, সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, কবি অনিরুদ্ধ রায় চৌধুরী প্রমুখ। উল্লিখিত বিশিষ্ট জনদের সংস্থার পক্ষ থেকে সংবর্দ্ধনা জ্ঞাপন করা হয়। মূল অনুষ্ঠান আরম্ভ হয় সমবেত কত্থক নৃত্যের মাধ্যমে। অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন বয়সী শিশু ও কিশোরী শিল্পীরা- তিনটি নৃত্যের মাধ্যমে। পরিচালনায় ছিলেন পন্ডিত বীরজু মহারাজের শিষ্যা দুর্গাপুরের সুপরিচিত নৃত্যশিল্পী এবং সংস্থার কর্ণধার মন্দাকিনী চৌধুরী। পরবর্তী দুটি আকর্ষণীয় অনুষ্ঠান ছিল যথাক্রমে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায় পরিবেশিত তবলা লহরা এবং সুপরিচিত কণ্ঠসঙ্গীত শিল্পী কাকলি মুখোপাধ্যায় নিবেদিত ঠুমরী। সবশেষে পরিবেশিত হয় কত্থক নৃত্যের অনবদ্য একক অনুষ্ঠান। শিল্পী ছিলেন মন্দাকিনী চৌধুরী নিজেই। অনুষ্ঠান সঞ্চালনায় যথাযথ ভূমিকা পালন করেন শুচিরা সরকার।