নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দুর্গাপুরের সিটিসেন্টারে শহরের কবি, সাহিত্যিক, চিন্তাবিদ, আবৃত্তিকার ও সঙ্গীতশিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হল এক মনোজ্ঞ অনুষ্ঠান ‘অমর একুশে’ । সিটিসেন্টারের দুর্গাপুর মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটি হলে সংবেদন সাহিত্য পত্রিকা আয়োজিত এই অনুষ্ঠানে মাতৃভাষা নিয়ে নানা আলোচনার পাশাপাশি পরিবেশিত হয় সঙ্গীত, কবিতা পাঠ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্বের বহুদেশে মাতৃভাষার সন্ধানে ভ্রমণ করতে ভালোবাসা সাহিত্যসেবী অমিত সরকার এদিন ভাগকরে নেন তাঁর অনিন্দ্য সুন্দর অভিজ্ঞতার কথা। বর্তমান সময়ে ইংরেজি, হিন্দির বাড়বাড়ন্তে বাংলার মাতৃভাষায় আসন্ন সংকট প্রসঙ্গে আলোচনা করেন শিক্ষক নুরুল হক। বিশ্ব জুড়ে যে অগনিত ভাষা বিপন্ন এবং বহু ভাষা চর্চার অভাবে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, সে বিষয়টি সকলের সামনে তুলে ধরণে শহরের বিশিষ্ট সাহিত্যসেবী চিকিৎসক ডাঃ শর্মিষ্ঠা দাস।
অনুষ্ঠানটিতে পরিবেশিত হয় বাংলা গান। কবিতা পাঠ করেন মালতী মণ্ডল, নয়ন রায়, স্নেহাশিষ মুখোপাধ্যায়, প্রনয় রায়, রুমা তপাদার, রঞ্জিতা মুখোপাধ্যায়, শক্তিপদ পাঠক, লাকি চট্টরাজ, দীপান্বিতা সেনগুপ্ত, জয়দেব বাউড়ি।
অনুষ্ঠান শেষে শহরের বিশিষ্ট সাহিত্যসেবী শিক্ষক কাজী নিজামুদ্দিন বলেন, “কিভাবে কয়েক ঘন্টা নিবিড় ভাষা ও সংস্কৃতি চর্চা করে আমরা কাটিয়ে দিলাম, ভাবতে ভীষণ ভালো লাগছে।”