নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল দুর্গাপুর ইস্পাতনগরীর ভাষা শহীদ স্মারক উদ্যানে (বি-জোন মেজর পার্ক) ২১ ফেব্রুয়ারী সকালে। শুরুতেই “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী” গানটি সম্মেলক কণ্ঠে গাওয়া হয় এবং তার সঙ্গে ভাষা শহীদ স্মারক বেদীতে মাল্যদান করেন বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন – দুর্গাপুরের প্রাক্তন মেয়র রথীন রায়, দুর্গাপুর ইস্পাত কারখানার ED (Works) দিপেন্দু ঘোষ, নাট্য ব্যক্তিত্ব দীপক দেব, সাহিত্যিক মৃণাল বন্দ্যোপাধ্যায়, সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, সাংস্কৃতিক সংগঠক সীমান্ত তরফদার, কানাই বিশ্বাস সহ বহু সংখ্যক বিশিষ্ট মানুষ। প্রায় ২০ টিরও বেশি সংখ্যক সাংস্কৃতিক সংস্থা সংগীত, আবৃত্তি আলেখ্য, নাটক ইত্যাদি পরিবেশনের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত দর্শকদের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। ছিল পত্র – পত্রিকা সহ বিভিন্ন সামগ্রীর স্টলও।