নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর ইস্পাত নগরীর সুপরিচিত বাচিক শিল্পচর্চা কেন্দ্র ‘স্বরবাক’ এর পঞ্চম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হল ৫ মার্চ,২০২৩, স্থানীয় দুর্গাপুর চিলড্রেন্স একাডেমী অফ কালচারের আচার্য্য জগদীশচন্দ্র বসু সভাগৃহে। অনুষ্ঠান শুরু হয় সংস্থার সভ্য-সভ্যাদের সমবেত আবৃত্তি পরিবেশনের মাধ্যমে। এরপর বিশিষ্ট সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক নরেন্দ্রনাথ দত্ত এবং সুপরিচিত চিকিৎসক ড. রুনু মুখোপাধ্যায়কে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করা হয়। তাঁরা প্রত্যেকেই সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করেন। সংস্থার সম্পাদক নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের বার্ষিক প্রতিবেদনের পরে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী ঋতুকণা ভৌমিক , একক ও সম্মেলক আবৃত্তি, শ্রুতিনাটক, সংগীতে অংশগ্রহণ করেন বিভিন্ন শিল্পী ও সংস্থা। ‘স্বরবাক’ আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতার সফলকাম প্রতিযোগীদের এই অনুষ্ঠানে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অদ্রিজা ও শ্রাবন্তী সাহা। সমগ্র অনুষ্ঠানের সার্থক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংস্থার কর্ণধার বিপ্লব মুখোপাধ্যায়।