নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটিবেল সোসাইটি র উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছিল ১৪ ই মার্চ সন্ধ্যায় ইস্পাত নগরীর নেতাজী ভবন প্রেক্ষাগৃহে, উপলক্ষ্য ছিল ‘বসন্ত উৎসব’। শুরুতে আয়োজক সংস্থার পক্ষ থেকে সমবেত দর্শক ও শ্রোতামন্ডলীকে স্বাগত জানান মি. মইনুল হক। অনুষ্ঠানে সমবেত ও একক সংগীত,নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন আয়োজক সংস্থার সদস্য এবং আমন্ত্রিত শিল্পীবৃন্দ। জনপ্রিয় এবং প্রতিশ্রুতি সম্পন্ন সংগীত শিল্পী সৌমী বন্দ্যোপাধ্যায় পরিবেশিত সঙ্গীতানুষ্ঠান শ্রোতাদের কাছে বিশেষভাবে উপভোগ্য হয়। অন্যান্য উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে ছিল – অশেষ মিত্র, মালা দেববর্মণ, মন্দিরা বন্দ্যোপাধ্যায়, গার্গী বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু বালিয়াল প্রমুখ শিল্পী পরিবেশিত বিভিন্ন আঙ্গিকের সংগীত, পরমা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নৃত্যানুষ্ঠান ইত্যাদি। অংশগ্রহণকারী শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে সংস্থার কর্ণধার কাকলি মুখোপাধ্যায়ের ভূমিকা ছিল নিঃসন্দেহে প্রশংসনীয়।