নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে ফের সাইবার অপরাধীদের দৌরাত্ম। ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ২৪ হাজার টাকা। দুর্গাপুর শিল্পাঞ্চলের ইস্পাত নগরী সংলগ্ন সুকান্ত পল্লীর বাসিন্দা রাজেশ কুমার পুরুষোত্তমের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই টাকা উধাও হয়।
রাজেশ বাবু জানান গত শুক্রবার হঠাৎ তাঁর মোবাইলে ব্যাঙ্ক থেকে পরপর বেশ কয়েকটি টাকা ট্রান্সফারের মেসেজ আসে। মেসেজ থেকে তিনি জানতে পারেন তাঁর এসবিআই নাচন রোড শাখা অ্যাকাউন্ট থেকে অন্য একটি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। রাজেরবাবু জানান ওই দিন বা তার আগে তিনি অন্য কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেননি। তা সত্ত্বেও টাকা ট্রান্সফারের মেসেজ আসায় কিছু একটা গড়বড় হচ্ছে বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের হেল্প লাইনে ফোন করে অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। রাজেশবাবুর কথায় তাঁর পরও পর পর বেশ কয়েকটি টাকা ট্রান্সফারের ম্যাসেজ আসে। সব মিলিটে তাঁর অ্যাকাউন্ট থেকে ২৪ হাজার টাকা উধাও হয়ে যায়।
পুরো বিষয়টি জানিয়ে শনিবার দুর্গাপুর সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে সম্প্রতি দুর্গাপুর শিল্পাঞ্চলে ফের সক্রিয় হয়েছে সাইবার আপরাধীরা। সাধারণ মানুষকে নানাভাবে প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত তথ্য নিয়ে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।