নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল দুর্গাপুরের ডি. এ. ভি. মডেল স্কুলের বার্ষিক অনুষ্ঠান। বুধ ও বৃহস্পতি, দু’দিন ধরে চলবে স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠা। বুধবার বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সূচনা হয় এবছরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান “ওজস”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডি সি পি অভিষেক গুপ্তা, হেল্থ ওয়ার্ল্ড হসপিটালের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ডঃ অরুণাংশু গাঙ্গুলী ও ডঃ মঞ্জুশ্রী গাঙ্গুলী, এল এম সি’র চেয়ারম্যান এস কে পাল ও শহরের একাধিক স্কুলের অধ্যক্ষ ও অধ্যক্ষা গণ। ডি. এ. ভি. মডেল স্কুলের অধ্যক্ষা পাপিয়া মুখার্জি এবং সম্মানীয় অতিথিবৃন্দ এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে স্কুলের বার্ষিক অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বার্ষিক অনুষ্ঠান উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রবেশপথ থেকে শুরু করে মূল মঞ্চ পর্যন্ত পুরো স্কুলকে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছিল।
অনুষ্ঠানের শুরুতেই সন্মানীয় অতিথিদের তিলক পরিয়ে একটি চারাগাছ প্রদান করে বরণ করে নেওয়া হয়। পরে বিদ্যালয়ের প্রথা মেনে সমবেত কণ্ঠে ডি. এ. ভি. গান গাওয়া হয়। এই সুরলহরীর সাথে সাথেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সমবেত কণ্ঠে সূচনা সঙ্গীত পরিবেশন করে। এরপর কথার সাথে তাল মিলিয়ে ছাত্র ছাত্রীরা কবিতা আবৃত্তি করে। তার ঠিক পরেই ছিল জীবনমুখী গান, যা মানুষকে চিরকাল অনুপ্রাণিত করে। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্ব হয়। যেখানে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের হাতে ‘লিটল ব্লসম’ পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও একে একে বিদ্যালয়ের সেরা গণিতবিদ, সেরা বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ লেখক, শ্রেষ্ঠ বক্তা, শ্রেষ্ঠ শিল্পী, সেরা নর্তক-নর্তকী, শ্রেষ্ঠ সঞ্চালক, শ্রেষ্ঠ খেলোয়াড়, ‘সামারিটান অফ দ্য ইয়ার’, ‘দ্য কমরেড অফ দ্য ইয়ার’ ইত্যাদি নানা পুরস্কার প্রদান করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে বার্ষিক প্রতিবেদন সম্পর্কে বিশদ তথ্য প্রদান করেন বিদ্যালয়ের অধ্যক্ষা ও রিজিওনাল অফিসার (পশ্চিমবঙ্গ শাখা) পাপিয়া মুখার্জি। তিনি তাঁর স্বাগত ভাষণে উপস্থিত সকল অতিথি, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের অভ্যর্থনা জানিয়ে বলেন,” শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য আরো বেশি করে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন প্রয়োজন।” পাশাপাশি সি বি এস ই দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের অসাধারণ সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “শিক্ষার্থীরা তাদের সাফল্যের ধারা বজায় রেখেছে। ৩০ তম সায়েন্স কংগ্রেসে জেলার সেরা স্কুলের শিরোপা পেয়েছে ডিএভি মডেল স্কুল, দুর্গাপুর। শিক্ষা ছাড়াও খেলাধূলায়, বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যাবলীতেও স্কুল তার শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে।”
ড. গাঙ্গুলী তাঁর ভাষণে স্কুলের ভূয়সী প্রশংসা করেন এবং ডি.এ.ভি মডেল স্কুলকে দুর্গাপুরের অন্যতম শ্রেষ্ঠ স্কুল বলে উল্লেখ করেন। তারপর পুলিশ কমিশনার সুধীর কুমার তাঁর ভাষণে স্কুল জীবনের গুরুত্ব উল্লেখ করেন। তিনি তাঁর জীবনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। প্রত্যেক শিক্ষার্থীদের তিনি জীবনের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে বলেন। অনুষ্ঠানের একেবারে শেষে বিদ্যালয়ের শিক্ষিকা অঞ্জনা দে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়েই এদিন অনুষ্ঠান শেষ হয়।