eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের

দুর্গাপুরে মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মহার্ঘ ভাতা সহ একাধিক দাবিতে কলকাতায় শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন বুধবার ৩০০ দিনে পড়ল। এই আন্দোলনকে আগামীদিনে এগিয়ে নিয়ে যাওয়া ও প্রাপ্য দাবি আদায়ের অঙ্গীকার নিয়ে এদিন দুর্গাপুরে বিক্ষোভ প্রদর্শন ও পথ সভা করল সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এদিন শহরের প্রানকেন্দ্র সিটিসেন্টারে মিছিল ও পথসভা করে বিক্ষোভ প্রদর্শন করে রাজ্য সরকারি একাধিক নীতির প্রতিবাদে সরব হন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।

প্রসঙ্গত রাজ্য সরকারি কর্মচারীদের এআইসিপিআই( অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স) অনুযায়ী প্রাপ্য মহার্ঘ ভাতা,সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ ও যোগ্য নিময়িতদের নিয়মিতকরণের দাবিতে গত বছরের ২৭ জানুয়ারি থেকে ধর্মতলায় অবস্থান করে আন্দোলন শুরু করে রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। এছাড়াও পেন ডাউন, মিটিং, মিছিল সহ নানা কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবিদাওয়া তুলে ধরার চেষ্টা করেছেন ডিএ আন্দোলনকারীরা। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। যতদিন না তাদের দাবিগুলি মানা হচ্ছে ততোদিন তাদের এই আন্দোলন চলবে বলে সাফ জানিয়েছেন আন্দোলনকারীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments