নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গতকাল ১২ই আগস্ট ২০২৩ , ডিএভি মডেল স্কুল , দুর্গাপুরে আয়োজিত হলো সহোদয়া আন্তঃস্কুল দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা ‘দেশানুরাগ’। স্কুলের অধ্যক্ষা ও রিজিওনাল অফিসার, (ডি এ ভি সংস্থা, পশ্চিমবঙ্গ শাখা) পাপিয়া মুখার্জি আমন্ত্রিত বিচারকমণ্ডলীকে চারাগাছ দিয়ে অভ্যর্থনা জানান। এরপর গায়ত্রী মন্ত্র ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। সহোদয়া সঙ্গীত গাওয়া হয়।
অধ্যক্ষা তাঁর স্বাগত ভাষণে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন । তিনি বলেন, ডিএভি মডেল স্কুল , দুর্গাপুর প্রতি বছরই পড়াশোনার পাশাপাশি গান, নাচ , আবৃত্তি, নাটক, ক্যুইজ , বিতর্ক এইসব বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করে থাকে। প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন, তারা এক একজন প্রতিভার ভাণ্ডার। এই নতুন প্রজন্মই পারে সব বাধা অতিক্রম করে প্রতিভার ধ্বজা উড়িয়ে নিয়ে যেতে। পড়াশোনার পাশাপাশি এই ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মনোবল বৃদ্ধি পায়। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি ঘটে, অভিজ্ঞতা সঞ্চয় হয়, বিচারকদের পরামর্শ লাভ করতে পারে। তিনি আরও বেশি করে শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে উৎসাহিত করেন। তিনি আরও বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই প্রধান। জেতা-হারা নেহাতই একটি অনুষ্ঠানের অঙ্গ।
এই প্রতিযোগিতার পাশাপাশি স্কুল স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে “আজাদি কি অমৃত মহোৎসব” এর অন্তর্গত “ট্রাইবাল এমপাওয়ারমেণ্ট” বিষয়কে কেন্দ্র করে স্কুল অডিটোরিয়ামে একটি প্রদর্শনীর আয়োজন করে। সেখানে শিক্ষার্থীদের সৃজনশীলতা সকলের ভূয়সী প্রশংসা অর্জন করে।
এরপর প্রতিযোগিতাটি শুরু হয়। শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। পশ্চিম বর্ধমান জেলার ২২টি স্কুলের প্রায় ৩৫৬ জন প্রতিযোগী এবং ৫২ জন সহযোগী শিক্ষক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতাটি স্কুলের দুটি স্থানে আয়োজন করা হয়। প্রতিযোগিতার নির্দিষ্ট কিছু নিয়ম ছিল তা অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রতিযোগীদের বলে দেওয়া হয়। ক্যাটাগরি ‘এ’ গ্রুপের (পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি) প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ডি এ ভি মডেল স্কুল,দুর্গাপুর। দ্বিতীয় স্থানাধিকারী হয় ইউ পি পাবলিক স্কুল, সিউড়ি এবং তৃতীয় স্থান অর্জন করে দিল্লি পাবলিক স্কুল, দুর্গাপুর। ক্যাটাগরি বি গ্রুপের (নবম থেকে দশম শ্রেণি) প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ডি এ ভি পাবলিক স্কুল, রূপনারায়ণপুর। দ্বিতীয়স্থানের অধিকারী ডি এ ভি মডেল স্কুল , দুর্গাপুর এবং তৃতীয় স্থান অর্জন করে বার্ণপুর রিভার সাইড স্কুল, বার্ণপুর।
এরপর বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে ট্রফি ও শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের শিক্ষক রবীন্দর সিং এই অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে।