eaibanglai
Homeএই বাংলায়"মেরি মাট্টি মেরি দেশ" উদযাপন হয়ে গেল ডিএভি মডেল স্কুলে

“মেরি মাট্টি মেরি দেশ” উদযাপন হয়ে গেল ডিএভি মডেল স্কুলে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দেশের ৭৫তম বছর স্বাধীনতা উপলক্ষে “অমৃত মহোৎসব” সারা দেশ জুড়ে সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পালিত হচ্ছে। বিভিন্ন সংগঠন ও সংস্থার পাশাপাশি দুর্গাপুর ডিএভি মডেল স্কুলও পালন করছে এই ” অমৃত মহোৎসব”। গত ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ যার সমাপন অনুষ্ঠিত হল “মেরি মাট্টি মেরি দেশ” শীর্ষক একটি অনুষ্ঠান উদযাপনের মধ্যে দিয়ে।

“মেরি মাট্টি মেরি দেশ” উদযাপনের জন্য বিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে মাটি সংগ্রহ করা হয়েছিল। সংগৃহীত মাটি চারটি সুসজ্জিত কলসে স্থাপন করা হয়। শিক্ষার্থীদের দ্বারা সংগৃহীত ওই মাটি তুলে দেওয়া হয় বিদ্যালয়ের অধ্যক্ষা মহাশয়ার হাতে। তিনিই প্রথম ঘটে মাটি স্থাপন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বিশেষ প্রার্থনা সভার মধ্যে দিয়েই শুরু হয় অনুষ্ঠান। দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। বিদ্যালয়ের দ্বিতীয় বিভাগের এক ছাত্রী ভারত মাতার সাজে সজ্জিত হয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে।

বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা অনেকেই ঘটে মাটি স্থাপন করে দেশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিদ্যালয়ের শিক্ষিকা খুব সংক্ষেপে অনুষ্ঠানের গুরুত্ব বিষয়ে তাঁর বক্তব্য পরিবেশন করেন। এছাড়া এই উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি রঙ্গোলি প্রতিযোগিতার আয়োজন করা হয়। চারটি হাউসের শিক্ষার্থীরা চারটি দলে বিভাজিত হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সুন্দর সুসজ্জিত কলস গুলিকে কেন্দ্র করে তারা বিভিন্ন রঙের ব্যবহার করে রঙ্গোলি দিয়ে প্রার্থনা সভার মঞ্চটি সাজিয়ে তোলে। শেষে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে সমগ্র অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments