eaibanglai
Homeএই বাংলায়ডিএভি মডেল স্কুলে আয়োজিত হতে চলেছে 'বিদ্যার্থী বিজ্ঞান মন্থন'এর ক্যাম্প

ডিএভি মডেল স্কুলে আয়োজিত হতে চলেছে ‘বিদ্যার্থী বিজ্ঞান মন্থন’এর ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আগামী ৩ ডিসেম্বর দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলে বিদ্যার্থী বিজ্ঞান মন্থন, পশ্চিমবঙ্গ দক্ষিণ (অঞ্চল -২) এর ক্যাম্প আয়োজিত হতে চলেছে। প্রসঙ্গত বিদ্যার্থী বিজ্ঞান মন্থন হল নতুন প্রজন্মের পড়ুয়াদের মধ্যে থেকে বিজ্ঞান মনস্ক মস্তিস্ক বা মনকে চিহ্নিত করা তথা দেশের বর্তমান পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য একটি জাতীয় কর্মসূচি। যেখানে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির পড়ুায়েদর নিয়ে একটি জাতীয় স্তরের প্রতিযোগিতার আয়োজন করা হয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে। এটি জ্ঞান ভারতী (VIBHA)এর একটি উদ্যোগ, যা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি), ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনে একটি প্রতিষ্ঠান এবং ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম (এনসিএসএম) এর অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা।

এই বছর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় স্তরের যে পরীক্ষা আয়োজিত হয়েছিল সেখানে সারা দেশের প্রায় ১,৭০,০০০ শিক্ষার্থী তাদের নাম নথিভুক্ত করেছিল। পরীক্ষাটি তিনটি পর্যায়ে যথাক্রমে ২৯শে অক্টোবর (পর্যায়-১), ৩০শে অক্টোবর (পর্যায়-২) এবং ৫ই নভেম্বর (পর্যায়-৩) অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ১১ ই নভেম্বর, ২০২৩ তারিখে যার ফলাফল ঘোষণা করা হয় এবং প্রতিটি রাজ্য থেকে প্রতি শ্রেণীতে থেকে সেরা ২০ জন ছাত্রকে রাজ্যস্তরের ক্যাম্প পরীক্ষা, (২০২৩ )এ অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়।

রাজ্যের ২৩ টি জেলা জুড়ে প্রায় ১২ হাজার অংশগ্রহণকারীকে নিয়ে পশ্চিমবঙ্গ এই বছর একটি মানদণ্ড নির্ধারণ করেছে। অংশগ্রহণকারীরা কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয়, ডিএভি স্কুল, দিল্লি পাবলিক স্কুল, পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এবং অন্যান্য অনেক নামী স্বায়ত্তশাসিত সিবিএসই এবং আইসিএসই স্কুল সহ বিভিন্ন স্কুল থেকে এসেছিল। পশ্চিমবঙ্গ উত্তর (অঞ্চল -১) এবং পশ্চিমবঙ্গ দক্ষিণ (অঞ্চল -২) – দুটি অঞ্চল থেকে মোট ১২৩ জন প্রতিযোগী এই ক্যাম্পে অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয়েছে। যেটি আয়োজিত হতে চলেছে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলে।

রাজ্যস্তরের অংশগ্রহণকারীদের নানা পরীক্ষার মধ্য দিয়ে জাতীয় স্তরে উন্নীত হতে হবে। জাতীয় স্তরের পরীক্ষাটি আয়োজিত হবে আগামী বছর ২০২৪-এর মে মাসে, কোনো বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান বা সায়েন্স মিউজিয়ামে।

ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত মোট ১৮ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে এবং তাদের শংসাপত্র , স্মারক চিহ্ন ও নগদ অর্থ প্রদান করা হবে। প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা যথাক্রমে ৫,০০০/-, ৩০০০/- ও ২০০০/- টাকা পাবে এবং জাতীয় স্তরের কোনো গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগ পাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments