নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– চলতি মরশুমে বর্ষার শুরু থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় থাবা বসিয়েছে ডেঙ্গু। বাদ পড়েনি দুর্গাপুর শহরও। দুর্গাপুর পুর এলাকার পলাশডিহা, সিটিসেন্টার সহ একাধিক জায়গায় এই রোগের প্রকোপ ছড়িয়ে পড়ে। সম্প্রতি রাজ্যের জেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপরতা শুরু করে নবান্ন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন খোদ মুখ্যমন্ত্রী। এরপরই ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরাকের উদ্যোগে রাজ্য জুড়ে ডেঙ্গু সচেতনতা সপ্তাহ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার সেই কর্মসূচির উদ্বোধন হল সিটিসেন্টারে। নগর নিগমের তিন নম্বর বোরোর উদ্যোগে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টার চত্বরে ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে এক পদযাত্রার আয়োজন করা হয়।
ডেঙ্গু নিয়ে নানা সচেতনতার বার্তি দিয়ে মাইকিং করে এবং ব্যানার পোস্টার নিয়ে সিটিসেন্টারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই পদযাত্রাটি। পদযাত্রায় উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ার পার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি, দুর্গাপুর নগর নিগমের চিকিৎসক ডঃ সাহানা সহ নগর নিগমের বিভিন্ন স্বাস্থ্য আধিকারিক ও কর্মীরা, আশা কর্মীরা এবং অন্যান্যরা। ডেঙ্গু প্রতিরোধে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত প্রাথমিকভাবে সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যেই দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে এই পদযাত্রা বলে জানান অনিন্দিতা দেবী। আগমী এক সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিয়ে এই সচেতনতা কর্মসূচি চলবে বলেও জানান তিনি।