নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এবার বর্ষায় বৃষ্টির দেখা না মিললেও এরই মধ্যে শহরের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রীতিমতো চিন্তিত দুর্গাপুর পুরনিগম। ইতিমধ্যেই পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকা ডেঙ্গু কবলিত বলে চিহ্নিত হয়েছে। সপ্তাহ খানেকের মধ্যেই ওই এলাকায় প্রায় ৫০ জনের দেহে জেঙ্গুর জীবাণু ধরা পড়েছে। ওই এলাকায় স্বাস্থ্য শিবির খুলে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে পুরসভা। স্টেট আরবান ডেভলপমেন্ট অথরিটির আধিকারিকরা পরিদর্শন করেছেন ওই এলাকা। পাশাপাশি পুরসভার তরফেও এলাকায় চালানো হচ্ছে সাফাই অভিযান ও ডেঙ্গু নিয়ে সচেতনতা।
তারই মধ্যে এবার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তা নিয়ে পথে নামল স্কুল ছাত্র-ছাত্রীরা। শুক্রবার স্কুলের ছোট ছোট ছাত্র-ছাত্রীরা হাতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তা লেখা প্ল্যাকার্ড নিয়ে পলাশডিহা এলাকায় মিছিল করে। মিছিলটি পলাশডিহার আদিবাসী পাড়া, বাউরি পাড়া প্রভৃতি অঞ্চল প্রদক্ষিণ করে।
দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি এদিন জানান, এলাকায় দ্রুত ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। প্রতিনিয়ত সর্তকতা এবং ডেঙ্গু প্রতিরোধে যে সকল ব্যবস্থা গ্রহণ করা উচিত সব করছে পুর নিগম কর্তৃপক্ষ।