নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বর্ষা শুরু হতে না হতেই রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ। বাদ পড়েনি দুর্গাপুর পুর নিগম এলাকাও। পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকায় গত কয়েকদিন ধরে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। আর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে পুর নিগমের পুরপ্রশাসক বোর্ড।
শনিবার পুরো টিম নিয়ে পলাশডিহা এলাকা পরিদর্শন করেন পুর নিগমের পুরপ্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়। এদিন তার সঙ্গে ছিলেন নগর নিগমের চিকিৎস সহ স্বাস্থ্য কর্মীদের একটি দল। স্বাস্থ্য কর্মীদের সঙ্গে অনিন্দিতাদেবী নিজে এদিন বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু নিয়ে এলাকাবাসীকে সচেতন করেন, রাতে মশারির ভেতর শোয়ার পরামর্শ দেন। পাশাপাশি এলাকাজুড়ে পুর নিগমের পক্ষ থেকে শুরু করা হয়েছে সাফাই অভিযান। এছাড়া একদিন অন্তর চলছে রক্তের নমুনা সংগ্রহের কাজ। তবে দুর্গাপুররের ৩২ নম্বর ওয়ার্ড ছাড়া এখনো পর্যন্ত আর কোনো ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তের খবর নেই বলেই দাবি পুরপ্রশাসক বোর্ডের।