নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বর্ষার শুরুতেই ডেঙ্গি নিয়ে ঘুম উড়েছে দুর্গাপুর নগর নিগমের। ইতিমধ্যেই নগর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকায় ডেঙ্গি আক্রান্ত বলে চিহ্নিত হয়েছে। এরই মাঝে ওই এলাকা থেকে ফের ১২ জনের শরীরে নতুন করে ডেঙ্গির জীবাণু মিলেছে বলে জানিয়েছেন দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক বোর্ডের সদস্য রাখি তিওয়ারি।
প্রসঙ্গত কয়েকদিন আগে পলাশডিহা এলাকায় প্রথমে দুজনের শরীরে ডেঙ্গির জীবাণু মিলেছিল। পরে আরো ১৪ জনের শরীরে ডেঙ্গির জীবাণু মেলে। এরপর থেকেই পুরনিগমের তরফে ওই এলাকায় নিয়মিত রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়। সেই রক্ত পরীক্ষায় শনিবার ১২জন নতুন করে ডেঙ্গি আক্রান্ত বলে জানা যায়।
ডেক্রি আক্রান্তদের মধ্যে বর্তমানে বেশ কয়েজন সুস্থ হয়ে গেলেও অনেকেই দুর্গাপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। বাড়িতেও অনেকের চিকিৎসা চলছে।
দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল নজরদারি চালাচ্ছে এলাকা জুড়ে। এলাকায় সাফাই কাজে জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের একটি টিম নিয়ে এলাকা পরিদর্শন করেছেন পুর প্রশাসক অনিন্দিতা মুখার্জী।