নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ক্রমশ বাড়ছে ডেঙ্গির প্রকোপ। পশ্চিম বর্ধমান জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। দুর্গাপুর নগর নিগম সূত্রে জানা গেছে দুর্গাপুর পুর এলাকায় এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৫২ জন। এরই মধ্যে দুর্গাপুরের চার নম্বর ওয়ার্ডের বিদ্যাপতি এলাকায় একই দিনে চারজনের ডেঙ্গি ধরা পড়ছে। এরপরই তৎপরতা শুরু করেছে দুর্গাপুর নগর নিগম। এলাকায় হেল্থ ক্যাম্প খুলে শুরু হয়েছে রক্ত পরীক্ষা। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে কেউ জ্বরে আক্রান্ত কিনা খোঁজ নিচ্ছেন স্বাস্থ্য কর্মীরা। যদিও দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক বোর্ডের সদস্য রাখি তিওয়ারি দাবি করেন এলাকায় নিয়মিত সাফাই ও মশা মারা অভিযান চলছে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। তবে ডেঙ্গি রোধে সাধারণ মানুষকেও সচেতন হতে বলে জানান তিনি।
অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকে দুর্গাপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের তামলা এলাকা পরিদর্শন করেন পৌর প্রশাসক অনিন্দিতা মুখার্জী। এলাকার কোথাও নোংরা বা জল জমে রয়েছে কিনা সে বিষয়গুলি তদারকি করার পাশাপাশি এলাকার একাধিক বাড়িতে ঘুরে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথাও বলেন তিনি। পরে তিনি জানান, ডেঙ্গি নিয়ে সচেতন হতে নবান্ন থেকে ইতিমধ্যেই নির্দেশ এসেছে। এরপরই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁচটি বোরো এলাকায় সংশ্লিষ্ট অ্যাডমিনিস্ট্রেটরের তত্ত্বাবধানে নজরদারি চালানো হবে। পাশাপাশি দুর্গাপুর নগর নিগম এলাকায় আপাতত জেঙ্গি পরিস্থিতি আয়ত্বের মধ্যেই রয়েছে বলেও দাবি করেছেন তিনি।