eaibanglai
Homeএই বাংলায়ডেঙ্গু নিয়ে উদ্বেগের মধ্যেই ঝোপ জঙ্গলে ভরেছে এলাকা, ক্ষোভ এলাকাবাসীর

ডেঙ্গু নিয়ে উদ্বেগের মধ্যেই ঝোপ জঙ্গলে ভরেছে এলাকা, ক্ষোভ এলাকাবাসীর

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– এককদিকে ডেঙ্গুর প্রকোপ রুখতে যখন তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার, খোদ মুখ্যমন্ত্রী বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তখন গাফিলতির চিত্র ধরা পড়ল শিল্প শহর দুর্গাপুরে। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্টিল টাউনশিপের বি-জোনের ভারতী এলাকায় ঝোপ জঙ্গল নিয়ে রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে। স্থানীয়দের অভিযোগ এলাকার অগ্রগামী ক্লাবের ফুটবল ময়দান সংলগ্ন এলাকা ঝোপঝারে ভরে উঠেছে। দীর্ঘদিন এলাকায় কোনও সাফাই কাজ না হওয়ায় ময়দান সংলগ্ন এলাকা রীতিমতো ছোটখাট জঙ্গলে পরিণত হয়েছে। ওই এলাকায় বৃষ্টির জল জমে একদিকে যেমন ডেঙ্গু ছড়ানোর আশঙ্কা বাড়ছে অন্যদিকে তেমন এলাকার নিরাপত্তার বিষয়টিও বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের মতে এলাকার ওই ঝোপ এতটাই বড় হয়ে উঠেছে যে ওখানে লুকিয়ে যে কোনও রকম অবৈধ কারবার বা দুষ্কর্ম চালাতে পারে দুষ্কৃতীরা। অন্যদিকে সাপখোপ পোকামাকড়ের উৎপাতের আশঙ্কা করছেন তারা।

প্রসঙ্গত জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সম্প্রতি আসানসোল ও দুর্গাপুর দুই পুরসভার সঙ্গেই বৈঠক করে জেলা প্রশাসন। বৈঠকে পুরসভাগুলিকে সতেচনতা বৃদ্ধির পাশাপাশি সাফাই অভিযান ও নজরদারি বাড়ানোর কথা জানানো হয়। সেই মতো সিটিসেন্টার সহ শহরের একাধিক এলাকায় সাফাই অভিযান ও ডেঙ্গু নিয়ে তৎপরতা দেখা গেলেও ভারতী এলাকায় কোনো তৎপরতা চোখে পড়েনি বলে দাবি স্থানীয়দের। অবিলম্বে বিষয়টি নিয়ে পুর প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments