eaibanglai
Homeএই বাংলায়প্রতিবন্ধী আইন প্রণয়নের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রতিবন্ধী আইন প্রণয়নের দাবিতে স্মারকলিপি প্রদান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ২০১৬ সালে দেশে প্রতিবন্ধী আইন প্রণয়ন হলেও এ রাজ্যে এখনও তা প্রণয়ন হয়নি। তারই প্রতিবাদে ও রাজ্যে প্রতিবন্ধী আইন চালু করার দাবি জানিয়ে বৃহস্পতিবার দুর্গাপুর মহাকুমা শাসকের দপ্তরে স্মারক লিপি জমা দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনির দুর্গাপুর ইস্পাত কমিটির সদস্যরা।

প্রসঙ্গত গত ২০১৬ সালে ১৬ই ডিসেম্বর সংসদে সর্বসম্মতিক্রমে প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের অধিকার আইন আর পি ডি অ্যাক্ট ২০১৬ পাশ হয় । পরবর্তীতে মাননীয় রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়। ২০১৭ সালের ১৯ এপ্রিল সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার পর আইনটি বলবৎ হয় দেশ জুড়ে। এই আইনে মোট ২১ ধরনের প্রতিবন্ধকতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমাদের দেশের সংবিধান অনুযায়ী প্রতিবন্ধকতা রাজ্য তালিকাভুক্ত হওয়ার কারণে কোন রাজ্য সরকার আইনটি প্রণয়ন করতে বিধি প্রণয়ন না করলে আইনের সুযোগ থেকে বঞ্চিত হবেন সেই রাজ্যের প্রতিবন্ধকতাযুক্ত মানুষজন। ইতিমধ্যেই দেশের বেশ কিছু রাজ্য বিধি প্রণয়ন করলেও আমাদের রাজ্যে এই বিষয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি ।

প্রতিবন্ধী সংগঠনের সদস্যদের অভিযোগ রাজ্য সরকার রাজ্যের প্রতিবন্ধীদের অধিকার অর্জনের বিষয়টি নিয়ে উদাসীন ও নিষ্ক্রিয়। ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিবন্ধীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। দ্রুত প্রতিবন্ধী আইন প্রণয়নের ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনের পথে হাটার হুঁশিয়ারিও দিয়েছে প্রতিবন্ধী সংগঠনটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments