নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- তৃণমূল সাংসদ সৌগত রায়কে ‘জুতো পেটা’ করার নিদান দিয়ে এবার বিতর্কে জড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের মামড়া বাজারে আয়োজিত চা চক্রে যোগ দিয়ে এই বিতর্কিত মন্তব্য় করেন দিলীপ।
প্রসঙ্গত রবিবার কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ এলাকায় এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন, “যারা আমাদের নিন্দা করছে, তৃণমূলের সেই সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। সেই দিন অপেক্ষা করছে।” বৃহস্পতিবার সৌগত রায়ের ওই মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়েই জুতো মারার নিদান দেন দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি বলেন, “সৌগত রায় যে শুধু ৭০ বছরের প্রবীণ তাই নই একজন অধ্যাপকও। তিনি অধ্যাপক হয়ে অশালীন ভাষায় কথা বলছেন। আর আমরা কিছু বললেই বলে দিলীপ ঘোষ কুকথা বলেছেন। এই ব্যক্তিকে কী পুজো করা হবে! জুতো পেটা করা উচিত। এনারা সারা বাংলার শিক্ষা ব্যবস্থাকে শ্মশানে নিয়ে গেছে।”একই সঙ্গে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও কটাক্ষ করতে ছাড়েননি মেদিনীপুরের সাংসাদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে বলেন,”হাওয়াই চটি পরে বিদ্যাসাগর হতে চাইছেন তৃণমূল নেত্রী”।
অন্যদিকে এই মন্তব্যকে ঘিরে নতুন করে নিন্দার ঝড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে এই প্রথমবার নয় , এর আগেও একাধিকবার বিভিন্ন প্রসঙ্গে মন্তব্য় করে বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ। কখনও সরাসরি হুমকি দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের । কখনও আবার তার রোষের মুখে পড়তে হয়েছে বুদ্ধিজীবীদের । এবার তৃণমূল সাংসদকে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।