eaibanglai
Homeএই বাংলায়স্বচ্ছ ও দূষণমুক্ত দুর্গাপুর গড়তে 'স্বচ্ছতা মশাল মার্চ'

স্বচ্ছ ও দূষণমুক্ত দুর্গাপুর গড়তে ‘স্বচ্ছতা মশাল মার্চ’

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পরিবেশকে স্বচ্ছ ও দূষণমুক্ত রাখতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা অর্থাৎ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর জোর দিচ্ছে সারা বিশ্ব তথা দেশ। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রাথমিক শর্ত পচনশীল,অপচনশীল ও বিপজ্জনক বর্জ্যকে আলাদা আলাদা করা। কারণ পরে এই পচনশীল বর্জ্য থেকে ভার্মি কম্পোস্ট সার তৈরি করা হয় যা কৃষিকাজে ব্যবহৃত হয়।

পশ্চিমবঙ্গ সরকারও পরিবেশকে স্বচ্ছ ও দূষণমুক্ত করতে এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা অর্থাৎ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পদ্ধতি মিশন বাংলা প্রকল্পের আওতায় এনে পুরসভাগুলিতে চালু করেছে। যার দরুণ পুর নাগরিকদের গৃহস্থালির বর্জ্য পদার্থকে পচনশীল, অপচনশীল ও বিপজ্জনক তিনটি ভাগে ভাগ করে তা ফেলতে হবে। পরে পুর কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তা সংগ্রহ করবে। কিন্তু বহু ক্ষেত্রেই সচেতনতার অভাবে সাধারণ মানুষ এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়টি নিয়ে সরগর হতে পারছে না। যার ফলে হোঁচট খাচ্ছে এই প্রকল্প।

তাই পুর নাগরিকদের বিষয়টি নিয়ে সচেতন করতে ও স্বচ্ছ, দূষণমুক্ত দুর্গাপুর গড়ে তুলতে দুর্গাপুর নগর নিগমের তরফে শুরু হয়েছে নানা সচেতনতামূলক কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার দুর্গাপুর নগর নিগম থেকে ‘স্বচ্ছতা মশাল মার্চ’ শীর্ষক একটি সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় অংশ নেন পৌর নিগমের নির্মল সাথী কর্মীরা। পদযাত্রা শেষে দুর্গাপুর উন্নয়ন পর্ষদ দপ্তরের পাশে একটি বিশেষ শপথ কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে ডাস্টবিনে সঠিকভাবে নোংরা ফেলার অঙ্গীকার নিয়ে শপথ নেওয়া হয়। এদিনের এই বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের পুর প্রশসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিত মুখোপাধ্যায় পুর প্রশাসক বোর্ডের সদস্য রাখি তিওয়ারি সহ প্রশাসনিক আধিকারিকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments